যুক্তরাষ্ট্রে প্রায় এক মাসেরও বেশি সময় পার করে দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন এ নায়ক।
দেশে ফিরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রিয়তমার বিশ্বব্যাপী সাফল্য তুলে ধরেন তিনি। একই সঙ্গে আরও বিশ্বমানের সিনেমা দর্শকদের উপহার দিতে চান এ চিত্রনায়ক।
একই সঙ্গে আমেরিকায় ছেলেকে নিয়ে কাটানো সময় প্রসঙ্গে কথা বলেন শাকিব। তিনি বলেন, আব্রাম ও শেহজাদ দুই সন্তানের জন্য আমার সবসময় ভালোবাসা আছে। আব্রামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি। আগামীতে শেহজাদও যাবে।
গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর গত জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সিনেমাটির মুক্তি উপলক্ষ্যেই দেশটিতে উড়াল দেন শাকিব। দর্শকের সঙ্গে বসে প্রিয়তমা উপভোগ করেন এ নায়ক।
এর আগে গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অভিনেত্রী অপু বিশ্বাস। নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের।