যেসব শর্তে যুক্তরাষ্ট্র যাওয়ার অনুমতি পেলেন জ্যাকুলিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০১:৫৮ পিএম
২০২১ সালে শুরু হওয়া কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানিলন্ডারিং ও চাঁদাবাজির মামলায় ফেঁসে গেছেন বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। আর এ কারণে এতোদিন দেশের বাইরে যাওয়ার অনুমতি পাননি তিনি।
তবে অবশেষে খানিকটা স্বস্তি পেলেন জ্যাকুলিন। তাকে আমেরিকার সান ফ্রান্সিসকোতে যাওয়ার অনুমতি দিয়েছে দিল্লি পাতিয়ালা হাউস কোর্ট। শনিবার তিনি এই ছাড়পত্র পান। তবে সেখানে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অনেকে শুধু আমার নাচ দেখতেই হলে গেছেন
শর্তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যাওয়ার আগে ১ কোটির ফিক্সড ডিপোজিটের রিসিট জমা দিতে হবে অভিনেত্রীকে। একই সঙ্গে কোর্টের কাছে জ্যাকুলিনের আমেরিকা ভ্রমণের সব বিস্তারিত দিয়ে যেতে হবে। অর্থাৎ জ্যাকুলিন আমেরিকায় গিয়ে কবে কোথায় যাবেন, থাকবেন সবটাই কোর্টকে জানাতে হবে।
জানা গেছে, আগামী ৭ আগস্ট থেকে সান ফ্রান্সিসকোতে নিজের কোম্পানি ব্লাস্ট এলএলসির প্রচারের জন্য যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি।