Logo
Logo
×

বিনোদন

যে দুটি শব্দ বলে নিজ দেশে রোষানলে ইধিকা পাল!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৯:৩৩ এএম

যে দুটি শব্দ বলে নিজ দেশে রোষানলে ইধিকা পাল!

ঢাকাই সিনেমা 'প্রিয়তমা'র সূত্র ধরে ইদানীং বেশ জনপ্রিয়তা পেয়েছেন কলকাতার টিভি নায়িকা ইধিকা পাল। শুধু তাই নয়, ইধিকা পাল শাকিবের সঙ্গে কাজ করে দুই বাংলার জনপ্রিয় প্রিয়তমা হয়ে উঠেছেন। 

বিশেষ করে নজর কেড়েছে তার বাঙাল ভাষা বলার ধরন। তবে একটি সাক্ষাৎকারের পর নিজ দেশের (ভারত) অনেকের রোষানলে পড়েছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

খবরে বলা হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইধিকা। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে অভিনয়ের সময় সেখানকার দুটি শব্দ আমার মনের খুব কাছের হয়ে উঠছে। একটি হলো— ইনশাআল্লাহ। ওরা ভালো কিছু হলে এই শব্দটা বলে। সেটি এখন আমার অভ্যাস হয়ে গেছে। ভালো কিছু হলেই আমি এখন এটা বলি। আর দ্বিতীয় হলো— বিসমিল্লাহ। দুটো শব্দই এখন আমার খুব প্রিয়।’

মূলত এমন মন্তব্যের রেশ ধরে নিজ দেশের হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছেন অভিনেত্রী। রীতিমতো রেগে আগুন দর্শকরা। তাদের প্রশ্ন— কাজ করেছেন বাংলাদেশে, তাই বলে বাস্তবের জীবনেও এমন কিছু করবেন! 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় মুক্তির আগেই ‘প্রিয়তমা’র টিকিট শেষ

কেউ বলছেন, একটা ছবি করেই ইসলাম ধর্ম মানার শখ? আবার কেউ বলছেন, ওদের থেকে তো এটা শিখেছেন, আপনি কী শিখিয়েছেন ওদের?

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম