Logo
Logo
×

বিনোদন

নিজের শেষকৃত্যের ভিডিও পোস্ট করার ২ মাস পর নিহত ‘মিস ভেনিজুয়েলা’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৭:১৭ পিএম

নিজের শেষকৃত্যের ভিডিও পোস্ট করার ২ মাস পর নিহত ‘মিস ভেনিজুয়েলা’

গাড়ি দুর্ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার কয়েক সপ্তাহের মধ্যে মারা গেলেন ভেনিজুয়েলার সুন্দরী ‘মিস ভেনিজুয়েলা’ আরিয়ানা ভিয়েরা। মাত্র ২৬ বছরেই না ফেরার দেশে চলে গেলেন আরিয়ানা। 

নিউইয়র্ক পোস্ট বলছে- গত ১৩ জুলাই অরল্যান্ডোতে একটি ট্রাকের সঙ্গে মিস ভিয়েরার গাড়ির মারাত্মক সংঘর্ষ হয়। তখনই লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন তিনি। দুর্ঘটনার ১০ দিন পর মিস ভেনিজুয়েলার মা ভিভিয়ান ওচোয়া একটি আন্তর্জাতিক টিভি চ্যানেলকে জানিয়েছেন, গাড়ি চালানোর সময় আরিয়ানা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। এরপর একটি লেকের ধারে তার গাড়ির সঙ্গে লরির মারাত্মক সংঘর্ষ হয়। 

ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা আরিয়ানাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসা চলাকালীন তিনি নিজেকে আর পুনরুদ্ধার করতে পারেননি। শেষমেশ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মিস ভেনিজুয়েলা। 

আগামী অক্টোবরে ডোমিনিকান রিপাবলিকের ২০২৩-এর মিস ল্যাটিন আমেরিকায় নিজের দেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল আরিয়ানার; কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। 

মিসেস ভিয়েরার মৃত্যু সোশ্যাল মিডিয়ায় বেশ অনেক আলোচনার জন্ম দিয়েছে। কারণ মাত্র দুই মাস আগেই নিজের শেষকৃত্য সম্পর্কে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। যেখানে তিনি লিখেছেন- আমার ভবিষ্যৎ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিজেকে রেকর্ড করছি। 

তিনি মে মাসে ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছিলেন। এছাড়াও মিস ভেনিজুয়েলা নিয়মিত তার প্রতিদিনের জীবনযাপনের ব্লগ শেয়ার করতেন। পেশাগত জীবনে তিনি রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম