Logo
Logo
×

বিনোদন

অন্তর্জালের যে চরিত্র আকর্ষণ করেছিল সিয়ামকে

Icon

নূসরাত অনন্যা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১১:৩৬ এএম

অন্তর্জালের যে চরিত্র আকর্ষণ করেছিল সিয়ামকে

ফাইল ছবি

দেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। নাটকে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে সিনেমায় নিয়মিত এ অভিনেতা। শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কারের মতো সম্মাননাও পেয়েছেন এরই মধ্যে। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* ‘অন্তর্জাল’ মুক্তি পাচ্ছে শিগগির। এ সিনেমার প্রচারণা নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে?

** সিনেমা তো মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর। প্রচারণা একমাস আগে থেকে করলেও আগস্ট মাস পড়ে যাচ্ছে। আর আগস্ট মানেই শোকের মাস। শোকের মাসে অফলাইনে খুব বেশি প্রচারণা করার পরিকল্পনা নেই। তবে দর্শকদের কথা মাথায় রেখে বেশকিছু বিষয় নির্ধারণ করা হয়েছে। সময়মতো জানতে পারবেন সবাই।

* সাইবার ক্রাইম নিয়ে দেশের প্রথম সিনেমা এটি। নির্মাণের পেছনের উদ্দেশ্য কী ছিল?

** আমি উদ্দেশ্যে বিশ্বাসী নই। আমার কাছে সিনেমা মানে নিছক বিনোদনের উৎস। সিনেমা মানুষকে বিনোদিত করবে, আনন্দ দেবে এটাই মূল চাওয়া। তবে মানুষ যেন কিছু শিখতে পারে কিংবা মানুষকে আমার কাজের মাধ্যমে অনুপ্রাণিত করার একটা ইচ্ছাও সেই সঙ্গে কাজ করে। আশা করি এ সিনেমার মাধ্যমে তা হবে।

* আপনার অন্য সিনেমা থেকে এটির বিশেষত্ব কী?

** সব সময় নতুন কাজ করার আগে আমার মাথায় থাকে, আগেরটার থেকে ভিন্ন রকম কাজ করব। অন্তর্জালের রুমিন চরিত্রটিও আলাদা। একজন ইঞ্জিনিয়ার নিজের ভবিষ্যতের কথা না চিন্তা করে, দেশের নতুন প্রজন্মের চিন্তা করছে। নতুন প্রজন্মকে নিজের পায়ে দাঁড়াতে হবে স্বাবলম্বী হতে হবে। তাই এ চরিত্রটি আমাকে অনেক আকর্ষণ করেছিল।

* অন্তর্জালের পর আর কী সিনেমা আসছে?

** কলকাতার একটা সিনেমা হওয়ার কথা রয়েছে। যেটার কাজ এর মধ্যেই শেষ হয়েছে। শিগ্গির এটা নিয়ে ঘোষণা আসবে। এছাড়া ঢাকায় আরেকটা কাজ করেছি, যেটার বিষয়ে সামনের মাসেই জানা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম