Logo
Logo
×

বিনোদন

ধারাবাহিক নিয়ে ব্যস্ত সুষমা ও মিহি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১০:১২ এএম

ধারাবাহিক নিয়ে ব্যস্ত সুষমা ও মিহি

সুষমা সরকার ও ফারজানা আহসান মিহি

এ প্রজন্মের দুই অভিনেত্রী সুষমা সরকার ও ফারজানা আহসান মিহি। এ দুই অভিনেত্রী এ মুহূর্তে একাধিক ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরমধ্যে রয়েছে হিমু আকরামের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় আরটিভিতে প্রচারচলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘শান্তি মলম ১০ টাকা’।

কিছুদিনের মধ্যেই নাটকটি পাঁচশ’তম পর্ব প্রচার হবে। বর্তমানে নাটকটির শুটিং করছেন সুষমা ও মিহি। সুষমা সরকার বলেন, ‘হিমু আকরামের পরিচালনায় এবারই প্রথম আমি কাজ করছি। এরইমধ্যে আমি তিনটি লটের শুটিংয়ে অংশ নিয়েছি।

সবমিলিয়ে আমার কাছে এই ধারাবাহিকে কাজ করতে খুবই ভালো লেগেছে।’ মিহি বলেন, ‘দারুণ উৎসাহ নিয়ে ধারাবাহিকটিতে কাজ করছি। নির্মাতাসহ সবাই আমাকে সহযোগিতা করছে। এজন্য সবার প্রতি কৃতজ্ঞ।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম