![মুফতি আনাসের ছেলের মা হলেন সানা খান](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/07/05/image-692671-1688577877.jpg)
ঈদুল আজহার পরেই সুখবর পেলেন অভিনেত্রী সানা খান। অপেক্ষার প্রহর শেষে পুত্র সন্তান জন্ম দিলেন অভিনেত্রী।
পুত্রসন্তান জন্মের সুখবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেন, আল্লাহ আমাদের মনের ইচ্ছা পূরণ করেছেন। যখন তিনি দেন তখন ঝুলি ভর্তি করে দেন। আমাদের জন্য তিনি একজন পুত্রসন্তান রেখেছিলেন। আমাদের আশা সম্পূর্ণ করেছেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই।
তিনি আরও লেখেন, আমরা চাই আল্লাহ আমাদের ছেলেকে মানুষের মতো মানুষ করার সুযোগ করে দিন। আমরা তাকে নিয়ে বেশ উত্তেজিত এবং আবেগপ্রবণ।
অভিনেত্রীর সুখবরে তাকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন। তার ছেলের জন্য দোয়াও করেছেন।