Logo
Logo
×

বিনোদন

তিন বছরেও চার্জশিট দিতে পারেনি সিবিআই, ভিডিওতে সুশান্তকে স্মরণ রিয়ার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ১১:০৮ পিএম

তিন বছরেও চার্জশিট দিতে পারেনি সিবিআই, ভিডিওতে সুশান্তকে স্মরণ রিয়ার

রিয়ার স্মৃতিতে সুশান্ত ছবি: সংগৃহীত

তিন বছরেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় করা মামলার চার্জশিট দিতে পারেনি সিবিআই। ফলে অধরাই রয়ে গেছে এ মৃত্যুর রহস্য। জানা যায়নি এটি আত্মহত্যা না হত্যা।  

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল অভিনেতার ঝুলন্ত দেহ। সেই সময় মুম্বাই পুলিশ জানিয়েছিল ‘আত্মহত্যা’ করেছেন পর্দার ধোনি। সুপ্রিমকোর্টের নির্দেশে আগস্টে এ মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে।

সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করা হয় অভিনেতার বান্ধবী রিয়াকে। বারবার সিবিআইয়ের জেরার মুখে পড়েছেন। এ মামলার মূল অভিযুক্ত রিয়াকে 'খুনি' বলেন সমালোচকরা। মিডিয়ায় তোপের মুখে পড়েন অভিনেত্রী। 

এরপর মাদক মামলায় গ্রেফতারের পর ২৮ দিন বাইকুল্লা জেলেবন্দি ছিলেন রিয়া। জামিন পাওয়ার পরেও দীর্ঘদিন নিজেকে চার দেওয়ালে আটকে রেখেছিলেন। অবশেষে নিন্দা-কটাক্ষ, হাজতবাস পেরিয়ে কাজে ফিরেছেন। এ মুহূর্তে ‘রোডিজ-কর্ম ইয়া কাণ্ড’-এর মেন্টর হিসেবে দেখা যাচ্ছে তাকে।

ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন প্রয়াত অভিনেতার বান্ধবী। সুশান্তের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করলেন রিয়া। এদিন পিঙ্ক ফ্লয়েডের ‘উইশ ইউ ওয়ার হিয়ার’ গানে সুশান্তকে মনে করলেন রিয়া, ভাগ করে নিলেন দুজনের ভিডিও। 

লাদাখের পাহাড়ি পরিবেশে পরস্পরকে আগলে বসে রয়েছেন রিয়া-সুশান্ত। জুটির খুনসুঁটিতে ভরা এ ভিডিও দেখে মন ভারাক্রান্ত সবার। পাথরের টিলার উপর বসে রয়েছেন সুশান্ত-রিয়া। ২০১৯ সালে লাদাঘ ঘুরতে গিয়েছিলেন তারা, খুব সম্ভবত সেই সময়ের ভিডিও এটি।

ভিডিওর বিবরণীতে একটি হৃদয়ের এবং অসীমের (ইনফিনিটি) ইমোটিকন যোগ করেছেন রিয়া। সুশান্তের মৃত্যুর পর তার জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকীতে দুজনের অদেখা কিছু মুহূর্ত নিয়ম করে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন রিয়া।

রিয়ার এ পোস্টে মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়ল। রিয়ার অনুরাগীরা, তাকে মন শক্ত করার বার্তা দিয়ে লেখেন- ‘সুশান্ত সব সময় তোমার সঙ্গেই রয়েছে’। অপর একজন লেখেন, ‘তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। ভালোবাসায় ভরে উঠুক তোমার জীবন’। যদিও সুশান্ত ভক্তদের অনেকেই রিয়ার এই পোস্টকে ‘লোক দেখানো শোকপ্রকাশ’ বলে কটাক্ষ করতে ছাড়েননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম