ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সংসদীয় আসনটি শূন্য হয়ে যায়।
এ আসনে নির্বাচনের জন্য প্রার্থী হওয়ার ইচ্ছাপোষণ করে বিতর্কের মুখে পড়েন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ঢাকাই সিনেমার মুভি লর্ড খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। যে কারণে ডিপজলের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়।
মঙ্গলবার ফেসবুক পোস্টে সিদ্দিক লেখেন- ‘আলোচনা শব্দটির সঙ্গে সবাই কমবেশি পরিচিত। আমি সবসময়ই মনে করি যেকোনো সমস্যা সৃষ্টি হয় ক্ষোভ থেকে। এ ক্ষোভকে পুষে রাখলে অন্যকিছু রূপ নেয়। সচেতন ও ভালো মানুষ হিসেবে ক্ষোভকে অন্য রূপ দেওয়া উচিত নয়। আলোচনার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। আর আমরা সামান্য ভুল বোঝাবুঝি শেষ করতে পারব না। সেটা কী করে হয়? তাহলে আমরা কিসের মানুষ?’
তিনি লেখেন- ‘আল্লাহপাক আমাদের আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। তাই আলোচনার মাধ্যমে আজ বড় ভাই ডিপজল ভাইয়ের সঙ্গে যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল তার অবসান হলো। মধ্যস্থতা হিসেবে ছিলেন ডিবিপ্রধান হারুন ভাই এবং বন্ধু চলচ্চিত্র নায়ক জায়েদ খান।’
সবশেষ এই অভিনেতা লেখেন- ‘আমি সবাইকে বলব আসুন, আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সব ধরনের সমস্যা সমাধানের জন্য আলোচনা করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণমূলক সুন্দর একটি জাতীয় সংসদ নির্বাচন উপহার দেই দেশ ও জাতিকে। আল্লাহপাক সবাইকে হেফাজত করুন।’