‘ছাইয়া ছাইয়ার’ প্রস্তাব ফিরিয়ে অভিনেত্রীর আফসোস
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৩, ০৬:৫৩ পিএম
![‘ছাইয়া ছাইয়ার’ প্রস্তাব ফিরিয়ে অভিনেত্রীর আফসোস](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/05/22/image-677536-1684760023.jpg)
নব্বইয়ের দশকের জনপ্রিয় এবং সফল অভিনেত্রী ছিলেন রবিনা টন্ডন। সেই সময়ে ‘দিলওয়ালে’ থেকে ‘মোহরা’, ‘খিলাড়িও কা খিলাড়ি’, ‘বড় মিয়া ছোট মিয়া’, ‘দুলহে রাজা’র মতো একাধিক ছবিতে কাজ করে বিখ্যাত হয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন সেই সময়ে একাধিক আইটেম গানে নাচ করার অফারও পেয়েছিলেন। তার মধ্যে অন্যতম ছিল ‘ছাইয়া ছাইয়া’ গানটির অফার।
কিন্তু তিনি সেই অফার ফিরিয়ে দেন। পরবর্তীকালে ‘ছাইয়া ছাইয়া’ গানটির জন্য জনপ্রিয় হন মালাইকা আরোরা।
রবিনা সম্প্রতি বলেছেন, এখন আফসোস হয়। মণি স্যার, শাহরুখ দুজনেই আমায় ফোন করেছিল গানটি করার জন্য। কিন্তু আমি তখন চাইনি আমার সঙ্গে আইটেম গার্ল ভাবমূর্তিটা জুড়ে যাক।
অভিনেত্রী আরও বলেন, আমি তখন মাত্রই একটা বিরতি কাটিয়ে কাজে ফিরছি। আমি চাইনি কোনো কম গুরুত্বের ছবিতে কাজ করতে। বরং আন্দাজ আপনা আপনি বা মোহরা ছবিতে আমায় যেভাবে দেখা গিয়েছিল সেভাবে ফিরতে চেয়েছিলাম। আমি এমন ছবি চাইছিলাম যেখানে আমি একমাত্র নায়িকা থাকব; কিন্তু এ অফার ফিরিয়ে দেওয়ার কষ্ট আমার আজও হয়।