Logo
Logo
×

বিনোদন

প্রতিরাতেই স্ত্রীকে মারধর করতেন নোবেল!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৩, ১২:৫৯ পিএম

প্রতিরাতেই স্ত্রীকে মারধর করতেন নোবেল!

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নেশাগ্রস্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ সাবেক স্ত্রী সালসাবিলের। অতিরিক্ত মাদকাসক্তির কারণে তার মাথা ঠিক থাকত না। এ কারণে প্রতিরাতেই স্ত্রীকে মারধর করতেন।

শনিবার ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাবেক সালসাবিল বলেন, নেশাগ্রস্ত হওয়ার পর নোবেল তাকে (সাবেক স্ত্রী) প্রতিরাতেই মারধর করতেন। এ কারণে গুলশান থানায় জিডিও করেছিলেন।

সালসাবিল বলেন, আমাকে প্রতি রাতেই মারধর করার কারণে একদিন আমি ৯৯৯-এ ফোন দিই। পুলিশ এসেও আমাকে মারতে দেখেন। তারা (পুলিশ) নোবেলের কাছে জানতে চান_—আপনি মারছিলেন কেন? নোবেল তাদের উত্তর দেয় আমার মাথা ঠিক থাকে না তাই আমি তাকে মারি।

এর আগে শনিবার অগ্রিম টাকা নিয়ে শোতে হাজির না হওয়াসহ একাধিক প্রতারণার অভিযোগে মঈনুল আহসান নোবেলকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়।

সাবেক স্বামীকে ডিবি কার্যালয়ে দেখতে যান সালসাবিল মাহমুদ।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম