Logo
Logo
×

বিনোদন

যে দুই সিনেমার অপেক্ষায় স্পর্শিয়া

Icon

তারা ঝিলমিল প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১০:৩২ এএম

যে দুই সিনেমার অপেক্ষায় স্পর্শিয়া

এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া আগের তুলনায় অভিনয় কমিয়ে দিয়েছেন, মানের দিক বিবেচনা করে। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘এখানে নোঙর’ নামে একটি সিনেমা ও ‘ওপেন কিচেন’ নামে একটি সিরিজ।

‘এখানে নোঙর’ ওয়েব সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। অন্যদিকে, রোমান্টিক কমেডি ধাঁচের সিরিজ ‘ওপেন কিচেন’ পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। দুটি কাজই দর্শক পছন্দ করেছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে স্পর্শিয়া অভিনীত মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হচ্ছে, ‘ফিরে দেখা’ ও ‘ক্ষমা নেই’। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘এখন খুব বেশি কাজ করি না।

তবে মানের দিক বিবেচনা করে গল্প ও নিজের চরিত্র দেখে বুঝে কাজ করি। সম্প্রতি আমার অভিনীত যে কয়টি কাজ প্রকাশ পেয়েছে সবকটি থেকে ভালোই দর্শক সাড়া পাচ্ছি। সামনে আরও কাজ আসছে সেগুলোও আশা করি দর্শকদের ভালো লাগবে।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম