Logo
Logo
×

বিনোদন

পরিণীতির বাগদান, নিমন্ত্রণ পেয়েছেন ১৫০ জন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৩, ০৮:১৬ পিএম

পরিণীতির বাগদান, নিমন্ত্রণ পেয়েছেন ১৫০ জন

একটি ছবির সেটে পরিণীতি আর রাঘবের প্রথম দেখা হয়েছিল। এরপর দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এ জুটিকে কখনো রেস্তোরাঁয়, কখনো বিমানবন্দরে আবার কখনোবা ক্রিকেট ম্যাচে একসঙ্গে দেখা গেছে। 

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে তারা একসঙ্গে ক্যামেরায় ধরা দিয়েছিলেন। একই গাড়ি থেকে নামতে দেখা গিয়েছিল দুজনকে। পরিণীতির পরনে ছিল লাল রঙের কুর্তি আর পালাজ্জো, চোখে কালো রোদচশমা। রাঘবকে কালো রঙের শার্ট-প্যান্টে দারুণ সুদর্শন লাগছিল। 

এদিন মুম্বাই থেকে দিল্লিতে যান পরিণীতি-রাঘব জুটি। কারণ এ শহরেই নাকি বসতে চলেছে তাদের বাগদানের আসর। বিটাউনে আবার সানাই বাজার অপেক্ষা।

জানা গেছে, সেন্ট্রাল দিল্লিতে ১৩ মে আয়োজন। ১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে পরিণীতি চোপড়া আর আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার বাগদান পর্বে। এদিন দুই পরিবারের আত্মীয়স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব হাজির থাকবেন। সম্পূর্ণ পাঞ্জাবি রীতিনীতি মেনে পরিণীতি আর রাঘবের বাগদান পর্ব সারা হবে।

বাগদানের দিন সকালে ধর্মীয় রীতি পালন করা হবে। এরপর সন্ধ্যায় একে অপরের সঙ্গে আংটি বদল করবেন। এরপর নৈশভোজ অনুষ্ঠিত হবে।

আগামী অক্টোবর মাসের শেষের দিকে এই জুটি সাত পাকে বাঁধা পড়বেন। এমনই শোনা যাচ্ছে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম