ঈদের আগে উর্বশী গানের সিঁড়ি থেকে প্রকাশিত ‘চুম্বক চুম্বক প্রেম’ শিরোনামের একটি গান নিয়ে বেশ প্রশংসা পেয়েছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী মৌসুমী মৌ।
গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজন করেছেন রিপন খান। ঈদের আগে আরও তিনটি মৌলিক গান প্রকাশ পায় এ সংগীতশিল্পীর।
মোল্লা জালালের কথা ও সুরে, মান্নান মোহাম্মদের সংগীত আয়োজনে প্রকাশ হয় ‘কি এমন দোষ করেছি’, জসীমের কথা ও সুরে ‘পিরিতের আঠা’ এবং ড. সোহেল মাসুদের কথা ও সুরে ‘অনুরাগের বীণা’। সবকটি গান নিয়েই শ্রোতারা তার প্রশংসা করেছেন বলে জানিয়েছেন মৌসুমী মৌ।
তিনি বলেন, ‘চেষ্টা করেছি শ্রুতিমধুর কথা ও সুরের গান করতে। শ্রোতারা শুনছেন, প্রশংসা করছেন এটাই আমার স্বার্থকতা। ভবিষ্যতে আরও ভালো গান করার অনুপ্রেরণা দেবে এটি।’
এ সংগীতশিল্পী জানিয়েছেন, তার কণ্ঠের আরও কিছু মৌলিক গান প্রকাশের অপেক্ষায় আছে।