Logo
Logo
×

বিনোদন

পোশাকের জন্যই যে এটা ঘটেছে সেটি স্বীকার করুন: উরফি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০২:২১ পিএম

পোশাকের জন্যই যে এটা ঘটেছে সেটি স্বীকার করুন: উরফি

‘এটা কি সত্যিই ২১ শতকের মুম্বাই? আমাকে আজ একটি রেস্তোরাঁয় প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। কারও যদি আমার পোশাক পছন্দ না হয়, তা নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমার সঙ্গে এ ধরনের আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। পোশাকের জন্যই যে এটা ঘটেছে সেটি স্বীকার করুন! কোনো অজুহাত দেবেন না। বিরক্তিকর!’

নিজের ইনস্টাগ্রামে এমনটিই লিখেছেন পোশাকের কারণে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা উরফি জাভেদ।  

ছোট পোশাক নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন উরফি। খুন, ধর্ষণের হুমকিও পেয়েছেন।  আর এবার পোশাকের কারণেই নাকি রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হয়নি উরফিকে। 

একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে— গাড়ি থেকে নেমে একটি রেস্তোরাঁয় ঢুকলেন তিনি। সেখানেই জায়গা দেওয়া হলো না উরফিকে, সরাসরি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে ঝগড়ায় জড়ান তিনি।

এর আগেও মুম্বাইতে বাড়ি ভাড়া পাচ্ছিলেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এবার রেস্তোরাঁয় নিষিদ্ধ তিনি! 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম