Logo
Logo
×

বিনোদন

পরিচালনা দিয়ে ফিরছেন কুসুম

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১০:০৪ এএম

পরিচালনা দিয়ে ফিরছেন কুসুম

দীর্ঘদিন ধরে নতুন কাজে নেই অভিনেত্রী কুসুম শিকদার। পাঁচ বছর আগে নাটকে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। 

আর সাত বছর আগে ‘শঙ্খচিল’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। তারপর দীর্ঘ বিরতি। অবশেষে বিরতির পর সিনেমা দিয়েই অভিনয়ে ফিরছেন এ অভিনেত্রী। 

শুধু অভিনয়ই নয়, ‘শরতের জবা’ নামের এ সিনেমার গল্প, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনাও করেছেন কুসুম শিকদার। এটি তার সঙ্গে যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর। এতে কুসুমের সঙ্গে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান। 

ইতোমধ্যে নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নে শুটিংও শুরু হয়েছে। নিজের প্রযোজিত ও পরিচালিত প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে নাকি ওটিটিতে মুক্তি পাবে, তা এখনো নিশ্চিত বলেননি এ অভিনেত্রী।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম