এ সময়ের প্রতিশ্রুতিশীল ও জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। নিয়মিত একক নাটকে অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন। এখনও নিয়মিত কাজ করছেন তিনি।
সম্প্রতি এ অভিনেত্রীর ক্যারিয়ারে যোগ হয়েছে নতুন মাত্রা। অফিশিয়ালি গ্র্যাজুয়েট হয়েছেন তিনি। গত ১৯ মার্চ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর ২১তম সমাবর্তনে উপস্থিত হয়ে লিডারশিপ সম্মাননা প্রহণ করেন এ অভিনেত্রী।
এ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশন থেকে ইংরেজি সাহিত্যে ৩.৯৭ সিজিপিএ পেয়ে ব্যাচেলর অব আর্টস (বিএ) ডিগ্রি সম্পন্ন করেন সাবিলা। এ মেরিট রেজাল্টের জন্য তিনি সমাবর্তন অনুষ্ঠানে ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভ‚ষিত হন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ প্রসঙে সাবিলা নূর বলেন, আমি নিয়মিত কাজ করছি। কাজ করার পাশাপাশি পড়াশোনা চালিয়ে নেওয়া আমার জন্য অনেক কঠিন ছিল। তবুও আমি আমার সব কাজ ঠিকমতো করার চেষ্টা করেছি। অনেক তাচ্ছিল্যস্বরূপ কথা শুনতে হয়েছে এ নিয়ে। তারপরও আমি হাল ছাড়িনি। যার ফল হিসেবে এমন একটা রেজাল্ট করতে পেরেছি। এরজন্য আমার পরিবারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সদয় সম্মতিক্রমে সভাপতিত্ব করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এদিকে সাবিলা নূরের হাতে বেশ কয়েকটি নাটকের কাজ আছে বলে জানা গেছে। আগামী ঈদুল ফিতরের জন্য নির্মিতব্য কয়েকটি নাটকের শুটিং শিগগিরই শুরু করবেন বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।