শাকিবের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ: যা বললেন কাজী হায়াৎ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০২:১৪ পিএম
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। একাধিক নায়িকাকে বিবাহকাণ্ডের রেষ কাটতে না কাটতে এখন নতুন সমালোচনার জন্ম দিয়েছে এ অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। এ অভিযোগ নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে।
বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্লাহ।
রহমত উল্লাহর অভিযোগ, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান। এর পর তিনি দেশে পালিয়ে আসেন। শাকিব খানের বিরুদ্ধে সেই ভুক্তভোগী অস্ট্রেলিয়া পুলিশের কাছে একটি লিখিত অভিযোগও করেছিলেন বলে দাবি করেছেন প্রযোজক। সেই অভিযোগে নিজেকে একজন সাক্ষী হিসেবে দাবি করেন রহমত উল্লাহ।
তবে রহমত উল্লাহ ‘নিজেকে আলোচনায় আনতে’ এ অভিযোগ করেছেন বলে মত দিয়েছেন পরিচালক সমিতির সভাপতি, প্রযোজক ও অভিনেতা কাজী হায়াৎ। তিনি বলেন, শাকিব খানকে হেয়প্রতিপন্ন করা ও গসিপে আনার জন্য এমনটি করা হয়েছে। অভিযোগকারীরা আলোচনায় আসতে চাইছেন। তারা সংবাদ শিরোনাম হতে চাইছেন।
‘আম্মাজান’ সিনেমার পরিচালকের ভাষ্যে, ‘এটা মোটেও সমীচীন নয়, মোটেও ভদ্রতা নয়। একজনের অনুপস্থিতিতে এমন কথা বলা, অভিযোগ দেওয়া। প্রত্যেক মানুষের ব্যক্তিগত জীবন আছে, তারকাদেরও তেমন। তারকাদের পেছনে সব সময় লোক থাকে, মিডিয়ার চোখ থাকে, সেই লোক এবং চোখ যদি তারকার কোনো কিছু গোপনভাবে দেখে ফেলে, তা কি জনসমক্ষে আনা উচিত? আমি মনে করি এটি সমীচীন নয়।’
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে শাকিব খানের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। এ ছাড়া অভিযোগ নিয়ে নিজের অবস্থান এখনো পরিষ্কার করেননি এ অভিনেতা।