Logo
Logo
×

বিনোদন

চতুর্থ বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন কিম কার্দাশিয়ান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ১২:৪৫ এএম

চতুর্থ বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন কিম কার্দাশিয়ান

তিনটি বিয়ে করেছিলেন, একটিও টেকেনি। র‍্যাপার কেনি ওয়েস্টের সঙ্গে বিয়ে ভাঙার পর একটি প্রেম করেছিলেন, কিন্তু সেটিও বেশি দিন টেকিনি। মধ্যে একা থাকারই সিদ্ধান্তই নিয়েছিলেন কিম কার্দাশিয়ান। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি। জানালেন, আবারও প্রেম করতে প্রস্তুত। কিন্তু প্রেম করার আগে এবার চার সন্তানের মা কিম জানিয়ে দিলেন কেমন পুরুষ চান তিনি। তার সঙ্গেই তিনি বাঁধবেন নতুন সংসার।

এত দিন যাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, তাদের সবাই ছিলেন জনপ্রিয় ব্যক্তি। তৃতীয়বার বিবাহবিচ্ছেদের পরে সম্পর্কে জড়িয়েছিলেন কৌতুক অভিনেতা পিট ডেভিডসনের সঙ্গে। কিন্তু ৯ মাস পর এই সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছানোর আগেই ভেঙে যায়। তাই এবার যার সঙ্গে তিনি সম্পর্কে জড়াতে চান, তিনি কোনোভাবেই হলিউডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। অখ্যাত কাউকেই কিম জীবনসঙ্গী বানাবেন। তবে অখ্যাত হলেও তাকে হতে হবে বিত্তবান।

মার্কিন সাময়িকী পিপলের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন কিম। তিনি জানান, চতুর্থবারের মতো বিয়ে করতে চান। ৪২ বছর বয়সী কিম আবার মা হওয়ার বাসনাও পোষণ করেন। তিনি বলেন, ‘প্রথম দুটি বিয়ে যে কীভাবে হলো, তা বুঝতে পারিনি। আর তৃতীয় বিয়ে আমার প্রথম সত্যিকারের বিয়ে। তবে চতুর্থ বিয়ে আমার জন্য সৌভাগ্যের বয়ে আনবে।’

২০০০ সালে কিম প্রথম বিয়ে করেন সংগীত প্রযোজক ড্যামন থমাসকে। এই বিয়ে টিকেছিল ২০০৪ সাল পর্যন্ত। এরপর ২০১১ সালে ঘর বাঁধেন বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিসের সঙ্গে। ২০১৩ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এর পরের বছর র‍্যাপার কানিয়ে ওয়েস্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তাদের সংসারে রয়েছে চার সন্তান। কিন্তু গত বছর কেনির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় কিমের।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম