শহিদ কাপুর অভিনীত সিনেমা ‘জার্সি’ মুক্তি পেয়েছে গত বছরের ২২ এপ্রিল। বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়লেও এতদিন এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি সিনেমাটির প্রধান চরিত্র রূপায়নকারী শহিদ কাপুরকে।
প্রায় এক বছর পর ‘জার্সি’ সিনেমার ব্যর্থতা নিয়ে মুখ খুললেন শহিদ কাপুর। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলাপকালে শহিদ কাপুর বলেন— ‘আমার হৃদয় ভেঙে দিয়েছে। সত্যি এটি খুব ভালো একটি চলচ্চিত্র ছিল। আমার মনে হয়, বিশ্বব্রহ্মাণ্ড আমাদের প্রতি সদয় ছিলেন না। সিনেমার গান প্রকাশের পর চার মাস আটকে ছিল সিনেমাটির মুক্তি।’
‘জার্সি’ সিনেমায় শহিদের বিপরীতে অভিনয় করেন ম্রুণাল ঠাকুর। স্পোর্টস-ড্রামা ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করেন— পঙ্কজ কাপুর, ঋতুরাজ সিং, বিনয় ভার্মা প্রমুখ।
সিনেমাকে ফাস্ট ফুডের মতো উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘জার্সি’ দিয়ে আমি উপলব্ধি করেছি, সিনেমা হলো ফাস্ট ফুডের মতো। এটিকে তাৎক্ষণিক খেতে হবে। আপনি যদি বিলম্ব করেন তবে মজাটাই চলে যাবে। করোনা সংকটের মতো পরিস্থিতি এর আগে আমরা ফেস করিনি। তাই বুঝতে পারিনি আমাদের কী করা উচিত। অপ্রত্যাশিত হলেও এটি আমাদের ভোগান্তিতে ফেলেছিল।’
শহিদের বিগ বাজেট সিনেমা ‘জার্সি’ ফ্লপের মুখ দেখলেও শাহরুখ খানের ‘পাঠানে’র সাফল্যে আনন্দিত তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শহিদ কাপুর প্রশ্ন ছোঁড়েন, ‘আমি শাহরুখের কাছে জানতে চাই যে ‘পাঠান’-এর পরবর্তী পার্টি কোথায় আর কখন হচ্ছে? আমি অপেক্ষা করে রয়েছি।’