Logo
Logo
×

বিনোদন

যে কারণে দর্শকদের ওপর খেপলেন জয়া আহসান 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২১ পিএম

যে কারণে দর্শকদের ওপর খেপলেন জয়া আহসান 

‘মায়ার জঞ্জাল’ সিনেমা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী জয় আহসান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন এ অভিনেত্রী।

সোমবার সকালে জয়া আহসান লেখেন, মায়ার জঞ্জাল ছবিটি মুক্তি পেয়েছে। বাংলাদেশের সিনেমা হলে চলছে। আমাদের দেশে যারা ভালো ছবির জন্য তৃষ্ণার্ত, এমন একটি অপূর্ব ছবি নিয়ে তাদের নীরবতায় আমি খুবই আশ্চর্য হয়েছি।

গত শুক্রবার বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে নির্মিত যৌথ প্রযোজনার সিনেমাটি।  

বাংলাদেশের দর্শকদের প্রতি ক্ষোভ ঝেড়ে অভিনেত্রী বলেন, যৌথ প্রযোজনার এই ছবিটি তো আমাদেরও, নাকি? অপি করিম আর সোহেল মণ্ডল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির মূলে আছে বাংলা ভাষার জাদুকর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। 

চলচ্চিত্রটি নিয়ে বাংলাদেশের কলাকুশলীদের প্রতিও ক্ষোভ ঝাড়েন জয়া। তিনি লেখেন, ভালো ছবি নিয়ে আমাদের পরিচালক, শিল্পী, কলাকুশলীরা কথা বলতে থাকলে তবেই না ভালো ছবির আবহাওয়াটা গড়ে উঠবে, দর্শকদের তৃষ্ণা বাড়বে।

জয়া আরও বলেন, আমাদের নাগরিক সমাজের একেবারে প্রান্তে জীবনযাপন করা কিছু মানুষের এমন মায়াভরা সিনেমা আমি দেখিনি। জীবনের কঠিন কশাঘাত তাদের ম্রিয়মাণ, তিক্ত আর বাঁকা করে তুলেছে; কিন্তু সব ছাপিয়েও মমতা কীভাবে শেষ পর্যন্ত মানুষকে মানুষের সঙ্গে বেঁধে রাখে— সেই গল্পই দেখিয়েছেন পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। ভালো বাংলা ছবির চৌহদ্দি বড় করতে চাইলে আমাদের মনটাও তো প্রসারিত করতে হবে। আমরা সবাই যেন ভালো ছবির সঙ্গে থাকি।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম