Logo
Logo
×

বিনোদন

মার্ক জাকারবার্গকেও ছাড়লেন না কঙ্গনা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫১ এএম

মার্ক জাকারবার্গকেও ছাড়লেন না কঙ্গনা!

বলিউড কুইন কঙ্গনা রানাউতের নিশানা থেকে পার পান না ইন্ডাস্ট্রির বড় বড় তারকা থেকে শুরু করে রাজনীতিবিদ ও অন্যান্যরা। সেই তালিকায় এবার যোগ হলো ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের নাম। 

কঙ্গনার দাবি, মার্ক জাকারবার্গ ইলন মাস্ককে নকল করেছেন। সোমবার এক টুইটে এ দাবি করেন তিনি। 

গত বছর অক্টোবর মাসে মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনে নেন ইলন মাস্ক। টুইটার কিনে নেওয়ার পর তাতে একাধিক পরিবর্তন আনেন তিনি। সঙ্গে জানানো হয়, টুইটারে নির্ধারিত মূল্যের বিনিময়ে গ্রাহকরা ‘ব্লু টিক’ কিনতে পারবেন। সমাজমাধ্যমে ‘ব্লু টিক’-এর মাধ্যমেই অসংখ্য অ্যাকাউন্টের মধ্যে থেকে সুর্নির্দিষ্ট গ্রাহককে খুঁজে পাওয়া যায়। টাকার বিনিময়ে সেই ফিচার ‘বিক্রি’র সিদ্ধান্ত নেন মাস্ক। মাস্কের এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় বিতর্ক। 

এ বার প্রায় একই পদ্ধতিতে ‘ব্লু  ব্যাজ’ ফিচার নিয়ে এল ফেসবুক। রোববার ফেসবুকে ‘মেটা ভেরিফায়েড’ নিয়ে কথা বলার সময় গ্রাহকদের এই বিশেষ ব্যাজ অর্জন করার পদ্ধতি জানান জাকারবার্গ। সরকারি পরিচয়পত্র দেখিয়ে মিলবে এই ব্যাজ, জানান তিনি। 

টুইটারের ‘ব্লু টিক’ ও ফেসবুকের ‘ব্লু ব্যাজ’-এর মধ্যে যে অনেকটা মিল রয়েছে, তা বুঝতে দেরি হয়নি নেটিজেনদের।

তা নিয়েই টুইট করেন এক টুইটার গ্রাহক। সেই টুইটের উত্তর দেন কঙ্গনা। অভিনেত্রী লেখেন, ‘যখন ইলন মাস্ক এই পদ্ধতির কথা বলেছিলেন, তখন গোটা দুনিয়ার সঙ্গে তাকে লড়াই করতে হয়েছিল, সংবাদমাধ্যম তার সমালোচনা করেছিল। অনেকে টুইটার ছাড়ার হুমকিও দিয়েছিলেন। এখন ওর আইডিয়াই সবাই নিচ্ছেন। জিনিয়াস হওয়ার সমস্যা এটা!’ 

জাকারবার্গের নাম উল্লেখ না করলেও তার উদ্দেশে কটাক্ষ করেই যে এই মন্তব্য অভিনেত্রী, তা পরিষ্কার।

২০ মাস পরে নিষেধাজ্ঞা কাটিয়ে টুইটারে ফিরেছেন কঙ্গনা। তার পর থেকেই ফের শুরু একের পর এক বিতর্ক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম