Logo
Logo
×

বিনোদন

ডায়েট করতে গিয়ে হাসপাতালে জনপ্রিয় অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৯ এএম

ডায়েট করতে গিয়ে হাসপাতালে জনপ্রিয় অভিনেত্রী

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন ঢালিউড অভিনেত্রী রাহা তানহা খান। এর ফলে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কোথাও পাওয়া যাচ্ছিল না এই অভিনেত্রীকে। গত বছর ফিল্ম ক্লাব নির্বাচনে চিত্রনায়ক ওমর সানির নেতৃত্বে গঠিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছিলেন তানহা।

তখন সবশেষ দেখা গিয়েছিল তাকে।এবার হঠাৎ করে হাসপাতালে ভর্তির ছবি দিয়ে খবরের শিরোনামে এসেছেন তিনি।

রোববার ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন রাহা তানহা। ছবিতে তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায়। এতে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নানা প্রশ্নের তৈরি হয়।

অভিনেত্রী একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডায়েট করতে গিয়ে রক্তচাপ কমে গিয়েছিল। এ কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন এবং চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

জানা গেছে, তানহা দেশের বাইরে ছিলেন। দেশে ফিরে ডায়েট করতে গিয়ে রক্তচাপ কমে যায়। এতে অনেকটা অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে শারীরিক সব পরীক্ষা-নিরীক্ষার পর রোববার সন্ধ্যায় বাসায় ফিরেছেন বলে জানান রাহা তানহা।

 

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম