Logo
Logo
×

বিনোদন

ভবিষ্যতেও রাজনীতিতে আসার ইচ্ছা নেই

Icon

হাসান সাইদুল 

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩০ পিএম

ভবিষ্যতেও রাজনীতিতে আসার ইচ্ছা নেই

নৃত্য ও অভিনয়-দুই মাধ্যমেই ব্যস্ত নাদিয়া আহমেদ। অভিনয়ের ক্ষেত্রে তাকে ধারাবাহিক নাটকেই বেশি দেখা যায়। প্রতি সপ্তাহে তার অভিনীত নাটক টেলিভিশনে প্রচার হচ্ছে। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* আপনার ছবি সংবলিত নির্বাচনি পোস্টারের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এর আড়ালের গল্প কী

** আসলে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড়িয়েছি। সে প্রচারণার ছবিই ফেসবুকে দিয়েছি। তবে এটি বাস্তবের কোনো বিষয় নয়। ‘বকুলপুর সিজন-২’ নামে ধারাবাহিক নাটকের একটি দৃশ্যে এমনটি দেখা যাবে। এ নাটকের একটি পর্ব নির্বাচন নিয়ে সাজানো হয়েছে। সে নির্বাচনের প্রচারণায়ই সবাই দেখেছেন। সেখানে আমি কলসি মার্কায় নির্বাচন করতে যাচ্ছি। এ নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী অভিনেতা রুমি ভাই।

* বাস্তবে রাজনীতিতে আসার কোনো ইচ্ছা আছে

** না না। আমি অভিনয়ের মানুষ। অভিনয় ও নৃত্য নিয়েই থাকতে চাই। এর বাইরে আমার আর কিছু করার ইচ্ছি নেই। এখনো নয়, ভবিষ্যতেও নয়।

* প্রচারচলতি ধারাবাহিক থেকে কেমন সাড়া পাচ্ছেন

** ভালোই সাড়া পাচ্ছি। দর্শকদের ভালোবাসার জন্যই তো কাজ করতে অনুপ্রাণিত হই। অনেক ভালো লাগে যখন সবাই কাজের প্রশংসা করেন। আবার সতর্ক হওয়ার চেষ্টা করি, যখন সমালোচনা করেন।

* একক নাটকের চেয়ে ধারাবাহিকে বেশি ব্যস্ত আপনি। এর নির্দিষ্ট কোনো কারণ আছে

** কোনো কারণ নেই। তবে ধারাবাহিক নাটকে একটু বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। একক নাটকে যে একেবারই কম কাজ করি বিষয়টি এমন নয়। আমি দিনশেষে কাজটাকে বড় করে দেখি।

* ‘প্রচার মাধ্যম’ অনেকের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। আপনার কাছে বিষয়টি কেমন

** আমি আসলে টেলিভিশনে কাজ করার মানুষ। ওটিটি, ওয়েব কিংবা অ্যাপস খুব গুরুত্বপূর্ণ, আমি এমনটা মনে করি না। কাজ যদি ভালোভাবে করা যায় তাহলে যে মাধ্যমেই প্রচার হোক মানুষ দেখবে এবং প্রশংসা করবে। ভালো কাজ না হলে যেখানেই প্রচার করা হোক দর্শক সমালোচনা করতে ভুলবে না।

* নাটকের গল্প নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। একজন নিয়মিত অভিনয়শিল্পী হিসাবে আপনার বক্তব্য কী

** প্রথম যখন কাজ শুরু করি সেখান থেকে বর্তমান সময় পর্যন্ত ভাবতে গেলে, নাটকে অনেক কিছুরই পরিবর্তন এসেছে। পরিবেশ, গল্প, চরিত্র ও সংলাপ-সব কিছুতেই। কোনো কিছু পরিবর্তন হলে সেটি কিন্তু সবাই সহজে গ্রহণ করে না। আর পরিবর্তন যে সব সময় সুন্দর হয় তাও নয়। সেদিক থেকে বলব, নাটকের গল্পে পরিবর্তন এসেছে এটা ঠিক, আরও পরিবর্তন হবে, আমাদেরও ভালো করতে হবে নিজের অবস্থান থেকে। আমরা সচেতনভাবে কাজ করলে দর্শক বিনোদিত হবেন আশা করি।

* বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন

** আমার অভিনীত দুটি ধারাবাহিক নাটক টেলিভিশনে প্রচার হচ্ছে। নতুন একটি ধারাবাহিক শিগ্গির প্রচারে আসবে। এ ধারাবাহিক তিনটির আগামী পর্বের শুটিং নিয়ে ব্যস্ত আছি। সামনে আরও নতুন কয়েকটি নাটকের কাজ শুরু করব।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম