Logo
Logo
×

বিনোদন

শিশুদের বই উপহার দিন : তারিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৪ পিএম

শিশুদের বই উপহার দিন : তারিন

জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। সম্প্রতি তিনি চট্টগ্রামের একটি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে শিশুদের বই উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন এ অভিনেত্রী। 

তারিন বলেন, ‘আজকের শিশু আগামী দিনের কাণ্ডারী। তারাই আমাদের ভবিষ্যৎ। প্রযুক্তির এ যুগে অনেক শিশুই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। এ জন্য বাবা মাকে সতর্ক থাকতে হবে। তাদের মোবাইল ফোন ভিডিও গেম না দিয়ে বই উপহার দিন।’ 

চট্টগ্রামের স্কুলটি প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রামের হাটহাজারী এলাকার ইডেন নূর ইংলিশ স্কুলটির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে আমাকে আমন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। এ স্কুল অন্যান্য স্কুল থেকে ব্যতিক্রম। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের ইংলিশ বাংলা দুটি ভাষায় লেখাপড়া শেখানোর পাশাপাশি সুবিধাবঞ্চিত ৪৮ জন শিশুকে বিনা বেতনে লেখাপড়া শেখানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বিনা খরচে বই দিচ্ছেন আর স্কুল থেকে আনুষঙ্গিক খাতাপত্র ফ্রি দেওয়া হচ্ছে। যা সত্যি একটি দৃষ্টান্ত। বঞ্চিত শিশুদের শিক্ষার আলোর পথে নিয়ে আসার যে উদ্যোগ তারা নিয়েছেন (স্বল্প পরিসরে) তা প্রশংসার দাবিদার।’
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম