Logo
Logo
×

বিনোদন

ট্রলের শিকার মোনালি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৮ পিএম

ট্রলের শিকার মোনালি

মোনালি ঠাকুর। ফাইল ছবি

জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর এই মুহূর্তে একটি রিয়্যালিটি শোয়ের বিচারক।  সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন এই গায়িকা।  আর এইতেই ট্রলের শিকার হন তিনি।  অনেকেই মন্তব্য করেছেন, তবে তিনি কোনো জবাব দেননি।  

আনন্দবাজারের খবরে বলা হয়, মোনালি ঠাকুর ক্যামেরার সামনে হাজির হন বিভিন্ন রকম সাজে।  সম্প্রতি সেলফি তুলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন তিনি।  ছবিতে দেখা যায় তার কপালে টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, সঙ্গে মানানসই পোশাকে নিজেকে সাজিয়েছিলেন মোনালি।  পোস্ট করতে না করতেই নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে তার ইনস্টাগ্রাম। 

ছবির মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আনফলো করতে বাধ্য হলাম।’ কারও মন্তব্য, ‘মুখে কী সার্জারি করিয়েছেন, নাকি শুধুই মেকআপ?’ এক জন লিখেছেন, ‘আপনার নাকে কী হয়েছে?’

এ সব মন্তব্যে দেখার পর তিনি কোনো জবাব দেননি।  বিদেশে বিয়ে করে সেখানেই স্থায়ী তিনি।  তবে মোনালি কাজের জন্য এখন ভারতে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম