Logo
Logo
×

বিনোদন

৭ কেজি ওজন কমিয়ে দীঘির চমক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৯ পিএম

৭ কেজি ওজন কমিয়ে দীঘির চমক

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। সিনেমা, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র এবং ওটিটি প্ল্যাটফরমে তার কাজ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে সর্বমহলে। ঢালিউডের উঠতি এই অভিনেত্রী এবার শারীরিকভাবে আরও ফিট হয়ে কাজে ফিরেছে।

আগের দীঘিকে ভেঙে নতুনভাবে নিজেকে গড়েছেন। নতুনভাবে গড়তে শরীরের ওজন ৭ কেজি কমিয়েছেন দীঘি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সবার সামনে হাজির হয়েছেন দীঘি। মূলত গায়ক তানজীব সারোয়ারের নায়িকা হয়ে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এ অভিনেত্রী।
তানজীব সারোয়ারের গাওয়া ‘ভালো থাকার কারণ’ শিরোনামে একটি গানের ভিডিওতে মডেল হয়ে রোমান্টিক আবহে ক্যামেরাবন্দি হয়েছেন দীঘি। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও তানজীব নিজেই করেছেন।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ ও জনপ্রিয় নির্মাতা উজ্জল রহমান। ফিল্ম ভ্যালি ও এর আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং হয়েছে গানটির।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম