Logo
Logo
×

বিনোদন

সিদ্ধার্থ-কিয়ারার কাছে দুঃখ প্রকাশ রামচরণের স্ত্রীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৫ পিএম

সিদ্ধার্থ-কিয়ারার কাছে দুঃখ প্রকাশ রামচরণের স্ত্রীর

সূর্যগড় প্রাসাদে পরিবার ও অল্প কয়েকজন বন্ধুর উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের তারকাজুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। গত মঙ্গলবার রাজস্থানের জয়সালমেরে এ আয়োজন হয়।

সেই বিয়েতে অতিথিদের তালিকায় ছিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রামচরণ ও তার স্ত্রী উপাসনা কৌন্দিলা। তবে তারা দুজনেই উপস্থিত থাকতে পারেননি বিয়েতে। এজন্য নববিবাহিত তারকা দম্পতির কাছে দুঃখ প্রকাশ করলেন উপাসনা।

কিয়ারা তাদের বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর মন্তব্যের ঘরে গিয়ে উপাসনা লেখেন- ‘অভিনন্দন! এটা খুবই সুন্দর। দুঃখিত আমরা সেখানে থাকতে পারিনি। তোমাদের দুজনের জন্য অনেক ভালোবাসা।'
 
এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরিচালক এস শঙ্করের আসন্ন সিনেমায় রামচরণের সঙ্গে জুটি বেঁধেছেন কিয়ারা।

সিদ্ধার্থ ও কিয়ারা মঙ্গলবার তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। দুজনেই তাদের পোস্টে একই ক্যাপশন দিয়েছেন।
 
এই জুটি তাদের ‘শেরশাহ’ সিনেমার সংলাপ উল্লেখ করে ভক্ত ও অনুরাগীদের উদ্দেশে লিখেছেন- এবার আমাদের সারাজীবনের পারমানেন্ট বুকিং হয়ে গেল। আমাদের সামনের যাত্রায় আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা কামনা করছি আমরা।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম