Logo
Logo
×

বিনোদন

প্রসেনজিতকে যে কারণে ডিভোর্স দিয়েছিলেন অপর্ণা 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫০ পিএম

প্রসেনজিতকে যে কারণে ডিভোর্স দিয়েছিলেন অপর্ণা 

টালিউডের বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিতের প্রথম ক্রাশ ছিলেন দেবশ্রী, এটাই প্রথম ভালোবাসা। ছোটবেলার বন্ধুত্ব গড়িয়েছিল ছাদনা তলায়। তবে টেকেনি বিয়ে। দেবশ্রীর সঙ্গে বিয়ে ভাঙার পর দুই বছর ঘরবন্দি ছিলেন ‘বুম্বাদা’। এরপর দেবশ্রীর স্মৃতি ভুলতে অপর্ণার হাত ধরেন ভারতীয় এই কিং। 

অপর্ণার বিনোদন জগতের সঙ্গে সম্পৃক্ততা ছিল না। তবে নায়িকার চেয়ে কম সুন্দরী নন প্রসেনজিতের তখনকার ক্রাশ। দেবশ্রীর সঙ্গে ডিভোর্সের দুই বছর পর অপর্ণাকে বিয়ে করেছিলেন বুম্বাদা। 

১৯৯৭ সালে অপর্ণা ঠাকুরতাকে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এ দাম্পত্যের বয়সও খুব বেশিদিনের ছিল না। ৫ বছর যেতে না যেতেই ভেঙে যায় সম্পর্ক। অভিনয় জগতের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না; তবে ভালোবেসে প্রসেনজিতের হাত ধরেছিলেন। তবে নায়িকাদের চেয়ে কম সুন্দরী নন তিনি। কেন ভেঙেছিল এ বিয়ে? 

জানা যায়, প্রসেনজিতের সঙ্গে নায়িকাদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অপর্ণা। পরকীয়ার অভিযোগে বিদ্ধ প্রসেনজিতের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে দেন তিনি। অনেকেই হয়ত জানেন না, প্রসেনজিৎ অপর্ণার এক মেয়েও রয়েছে। নাম প্রেরণা। এখন তো রীতিমতো সুন্দরী যুবতী সে। পেশায় আইনজীবী প্রসেনজিতের মেয়ে। বিয়ে ভাঙার পর থেকে দূরেই থেকেছে প্রসেনজিতের এই পরিবার।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম