Logo
Logo
×

বিনোদন

আমার সিনেমার ক্ষুধা এখনো মেটেনি: নুসরাত ফারিয়া

Icon

নূসরাত অনন্যা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ এএম

আমার সিনেমার ক্ষুধা এখনো মেটেনি: নুসরাত ফারিয়া

একাধারে মডেল, উপস্থাপক, গায়িকা ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমায় নিয়মিত দেখা যায় তাকে। 

সম্প্রতি তার অভিনীত ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি টরেন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।


* টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন। অভিজ্ঞতা কেমন হলো?

** অসাধারণ। এই প্রথম বঙ্গবন্ধুর বায়োপিকের প্রিমিয়ার করা হলো। তিন ঘণ্টার পুরো সিনেমা সবাই দেখেছেন। প্রশংসা করেছেন। আমিও বড় পর্দায় প্রথমবার সিনেমাটি দেখলাম। শো শেষ হওয়ার পর আমরা সবাই অনেক আবেগী হয়ে পড়েছিলাম। এছাড়া ফিল্ম ফ্যাস্টিভেলের রেড কার্পেট, টরেন্টোর লোকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলা-সবকিছু মিলিয়ে দারুণ অভিজ্ঞতা।

* ফেস্টিভ্যাল শেষে আরও কিছুদিন কানাডা ছিলেন। কোনো বিশেষ কারণ?

** হ্যাঁ, সব মিলিয়ে দশ দিন ছিলাম কানাডায়। দেশটিতে আমার অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন থাকে। তাই ফেস্টিভ্যাল শেষ করে তাদেরকে সময় দিয়েছি। জীবনের সেরা কিছু সময় কাটিয়ে ফিরলাম।

* ‘মুজিব’ সিনেমায় আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। অনুভূতি কেমন?

** এ অনুভূতি বলে বোঝানো যাবে না। এটা ব্যক্তিগতভাবে এবং একইসঙ্গে আমার ক্যারিয়ারের জন্য একটা বিশাল অর্জন। তবে সবচেয়ে বড় বিষয় হলো, এ সিনেমার একটা অংশ হতে পারা। কারণ, এ সিনেমায় এমন অনেকেই আছেন যারা মাত্র এক মিনিটের জন্য এর কোনো একটা অংশে অভিনয় করেছেন। কিন্তু যে মুহূর্তগুলো আমরা পুনরায় অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছি, সেগুলোর মূল্য অনেক।

* মূলত বাণিজ্যিক ঘরানার সিনেমার নায়িকা আপনি। কিন্তু কিছুদিন আগে ‘পাতালঘর’ নামে একটি ওয়েবফিল্মে একেবারে ভিন্ন চরিত্রে দেখা গেছে। এমন চরিত্রে আরও আগ্রহ আছে?

** কাজ করতে কে না চায়। ভালো গল্প পেলে অবশ্যই কাজ করব। সেটা বাণিজ্যিক হোক কিংবা সিরিয়াস কোনো সিনেমা। আসলে অনেকের মধ্যে একটা ধারণা ছিল যে আমাকে দিয়ে সিরিয়াস কোনো চরিত্র হবে না। আমি শুধু বাণিজ্যিক সিনেমার জন্যই উপযুক্ত। তাদের এ ধারণাই আমার জন্য চ্যালেঞ্জ ছিল। ‘পাতালঘর’ করার পর তাদের সে ধারণা বদলে গেছে। এখন হয়তো এমন অনেক গল্প বা চরিত্র আমার কাছে আসবে।

* নাটক বা ওয়েব সিরিজ নিয়ে কোনো পরিকল্পনা আছে?

** আপাতত নেই। কারণ আমার সিনেমার ক্ষুধা এখনো মেটেনি। আরও ভিন্ন গল্পে, চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চাই। তবে ওটিটি’র প্রস্তাব আসছে। স্ক্রিপ্ট দেখছি, কথা হচ্ছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি।

* কলকাতায় নতুন সিনেমার শুটিং কবে থেকে শুরু হচ্ছে?

** আরও কিছুদিন সময় লাগবে। ভিসা, রিহার্সেল-সব মিলিয়ে একটু লম্বা প্রসেস।

* চলতি বছর আপনার নতুন কোনো মিউজিক ভিডিও আসবে?

** এ বছর অনেক কাজ করেছি। তিনটা গান রিলিজ হয়েছে। এবার একটু বিরতি নিতে চাই। কাজ শুরু করলেও বছরের শেষদিকে হয়তো কিছু ভাবব।

* বিদেশের আর কোনো ব্যস্ততা আছে?

** কলকাতায় একটি বিজ্ঞাপনের শুটিং আছে। সেটাই করছি এখন। কানাডা থেকে ফিরে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই কলকাতা চলে এসেছি।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম