
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০১:৩১ এএম
কেনাকাটায় ঈদের আনন্দ
প্যাস্টেল রঙের শাড়ির বিকল্প হিসাবে ফ্লোরাল ম্যাক্সি ড্রেস জনপ্রিয়তা পাচ্ছে * পাঞ্জাবির মধ্যে জনপ্রিয় হচ্ছে মিনিমালিস্ট ডিজাইনের কুর্তা * এবারের ঈদ ফ্যাশনে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশ্রণ হয়েছে

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
কয়েকদিন পরেই ঈদ। এ সময় ছোট বড় সবাই নতুন পোশাকের রঙিন সাজে নিজেকে সাজাবেন। মার্কেটগুলোতে শেষ মুহূর্তের কেনাকাটা করতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে ঈদ ফ্যাশনের ধরনেও পরিবর্তন হয়। ঈদের এ আনন্দ নিজের মধ্যে তুলে ধরতে রমজানজুড়ে চলে কেনাকাটা। প্রিয় মানুষের জন্য দোকানে দোকানে ঘুরে পছন্দের পোশাক কিনতে থাকে লম্বা সময়জুড়ে প্রস্তুতি। তাই, ঈদের এ সময়কে কেন্দ্র ফ্যাশন হাউজগুলোতেও থাকে ভিন্নতার আমেজ। ঈদ যেহেতু শীত শেষে গরমের শুরুর দিকে, তাই পোশাকের মধ্যে পরিবর্তন আসবেই। এবারের ঈদ ফ্যাশনের মূল ট্রেন্ড হলো ঐতিহ্য আর আধুনিকতার সংমিশ্রণ। পশ্চিমা ধাঁচের কাটিং-স্টাইলের সঙ্গে দেশীয় নকশা ও কারুকাজের মিশ্রণ এবারের ঈদের ফ্যাশনে দারুণভাবে জায়গা করে নিয়েছে। চলুন জেনে নেই, এবারের ঈদের ট্রেন্ডি পোশাক ও স্টাইলের হালচাল।
রঙ বাংলাদেশের কর্ণধার ফ্যাশন ডিজাইনার সৌমিক দাস বলেন, গরমের সময়ে যে ধরনের কাপড় আরামদায়ক; যেমন, জ্যাকার্ড কটন, হাফসিল্কসহ বিভিন্ন ধরনের সিল্ক ও কটন কাপড় বেশি ব্যবহৃত হয়েছে এবারের ঈদে। কাটিংয়ে জ্যামিতিক, অসমান কাট ও লেয়ারিং স্টাইল ব্যবহার করা হয়েছে। আমরা কিছু ডিজাইনে স্থানীয় সংস্কৃতিকে রঙের ছোঁয়ায় কাপড়ে তুলে ধরার চেষ্টা করেছি।
মার্কেট ঘুরে দেখা গেছে নারীদের ঈদের ট্রেন্ডি পোশাক লং গাউন ও ফ্লোরাল ড্রেস এবার ঈদে আরামদায়ক এবং বিলাসবহুল গাউনের চাহিদা বেড়েছে। বিশেষ করে ফ্লোর-লেন্থ গাউন, শিফনের লং ড্রেস এবং প্যাস্টেল রঙের শাড়ির বিকল্প হিসাবে ফ্লোরাল ম্যাক্সি ড্রেস জনপ্রিয়তা পাচ্ছে। এর সঙ্গে স্কার্ফ বা হালকা এমব্রয়ডারি করা ওড়না দারুণ মানিয়ে যাবে। সালোয়ার কামিজগুলোতে ব্যবহার করা হয়েছে লেস ও এমব্রয়ডারি ওয়ার্ক। পালাজো প্যান্টের সঙ্গে লং কুর্তি বা স্ট্রেইট কাট কামিজ বেশ ট্রেন্ডি হয়ে উঠেছে। শাড়িতে অর্গানজা, সিল্ক, কাতান ও সাটিনের চাহিদা বেশি। ফিউশন ওয়্যার হিসাবে কেপ ডিজাইন কুর্তি, লং কোট-কুর্তি ও লেয়ারিং করা পোশাকের চাহিদা বেড়েছে। এটি সাধারণ কুর্তির চেয়ে বেশি স্টাইলিশ এবং ট্রেন্ডি লুক দেয়।
ঈদে ছেলেদের পোশাক মানেই পাঞ্জাবি। এবারের ট্রেন্ডি পাঞ্জাবির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মিনিমালিস্ট ডিজাইনের কুর্তা, যেখানে হালকা এমব্রয়ডারি, টেক্সচার্ড ফ্যাব্রিক ও নরম রঙের সংমিশ্রণ দেখা যাচ্ছে। কাপড়ের ক্ষেত্রে কটন, লিনেন, সিল্ক মিশ্রিত ফেব্রিক বেশি পছন্দ করা হচ্ছে। কে ক্র্যাফট ফ্যাশন হাউসের কর্ণধার ফ্যাশন ডিজাইনার খালিদ মাহমুদ খান জানান, ঈদের আনন্দ মানেই পোশাকের মধ্যে কিছুটা হলেও ট্রেন্ড, পাশাপাশি কম্ফোর্ট জোনসহ সবকিছুকেই তুলে ধরা। শিশুদের পোশাকে কাপড়ের মানে গুরুত্ব দেওয়া হয়েছে। ছেলেদের পাঞ্জাবির ক্ষেত্রেও ঋতুভিত্তিক আরামদায়ক কাপড়, রঙ ও ডিজাইনে বৈচিত্র্য রাখা হয়েছে। এছাড়াও ওয়েস্টার্ন ফিউশনের জনপ্রিয়তা বেড়েছে। পাঞ্জাবির সঙ্গে লম্বা কোর্ট বা নেহরু জ্যাকেট পরার ট্রেন্ড আবার ফিরে এসেছে। যারা ট্রাডিশনাল লুকে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, তারা কুর্তা-পাজামার সঙ্গে জ্যাকেট বা ব্লেজার ট্রাই করতে পারেন। যারা বেশি আরামদায়ক ফ্যাশন পছন্দ করেন, তারা ক্যাজুয়াল শার্টের দিকে ঝুঁকছেন। চায়নিজ কলার, স্ট্রাইপড প্যাটার্ন ও নরম রঙের লিনেন শার্ট এবারের ঈদে বেশ জনপ্রিয় হচ্ছে।
ঈদ ফ্যাশনের ট্রেন্ডি কিছু রং
এবছর নারীরা প্যাস্টেল ব্লু, মিন্ট গ্রীন, লেমন ইয়েলো, গোল্ডেন, মেরুন, এমারেল্ড গ্রিন, ক্ল্যাসিক ব্ল্যাক ও শিমারি সিলভার বেশি পছন্দ করছেন। আর পুরুষরা অফ হোয়াইট, পেস্টেল পিংক, মেটালিক গ্রে, মেরুন, ডার্ক ব্লু ও ব্রাউন রঙের পোশাক বেশি পছন্দ করছেন। এবারের ঈদ ফ্যাশনে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশ্রণ হয়েছে। ক্রেতারা আরামদায়ক ফেব্রিক ও স্টাইলিশ অ্যাক্সেসরিজের দিকেই বেশি ঝুঁকেছেন। তাই ঈদের আগেই পছন্দের পোশাকটি বেছে নিন এবং ঈদ আনন্দ উপভোগ করুন।