
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ১২:৪৫ এএম

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
২০১৪ সালে ইসলামী ব্যাংক শরী’আহভিত্তিক একটি আধুনিক, নিরাপদ ও ব্যয়সাশ্রয়ী ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ব্র্যান্ডনামে ক্রেডিট কার্ড বাজারে নিয়ে আসে। তিন ধরনের খিদমাহ ক্রেডিট কার্ড রয়েছে যেমন- ভিসা/মাস্টারকার্ড গোল্ড, ভিসা/মাস্টারকার্ড প্লাটিনাম, ভিসা সিগনেচার কিংবা মাস্টারকার্ড ওয়ার্ল্ড। এতে রয়েছে ফ্রি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাকসেস, বাই ওয়ান গেট ওয়ান/টু/থ্রি/ফোর ফ্রি ডাইনিং অফার, নির্দিষ্ট মার্চেন্ট-এ পণ্য ক্রয়ে সুদমুক্ত কিস্তি সুবিধা, ও সেলফিনের মাধ্যমে কার্ডলেস ট্রানজ্যাকশনের মতো সুবিধা। স্মোথ ট্রানজ্যাকশন এবং সুদমুক্ত পরিষেবার জন্য গ্রাহকের পছন্দের তালিকার শীর্ষে আছে ইসলামী ব্যাংকের খিদমাহ ক্রেডিট কার্ড।
সর্বনিম্ন ২০,০০০ টাকা বেতনধারী চাকরিজীবী থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এ কার্ড সুবিধা উপভোগ করতে পারবেন। ইসলামী ব্যাংকের ৪০০টি শাখা ২৬৫টি উপশাখা ও ২৭৮৪ এজেন্ট আউটলেট থেকে খিদমাহ কার্ডের সুবিধার জন্য আবেদন করতে পারেন। প্রথম সাপ্লিমেন্টারি কার্ড ফ্রিসহ তিনটি সাপ্লিমেন্টারি কার্ড প্রদান করা হয়।
ইসলামী ব্যাংক কার্ড ব্যবহারের ভীতি দূর করে সহজেই লেনদেন মনিটরিং করতে আধুনিক ব্যবস্থা গ্রহণ করেছে। যেমন নিয়মিত লেনদেনের খবরাখবর নোটিফিকেশন আকারে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে পাঠানো হয় গ্রাহকের কাছে। এছাড়া, ইসলামী ব্যাংকের ডিজিটাল অ্যাপ সেলফিন ব্যবহার করে গ্রাহক তাৎক্ষণিকভাবে খিদমাহ কার্ড লেনদেনের স্টেটমেন্ট দেখতে পারেন। বিল পেমেন্টে কোনো ঝামেলা নেই। সেলফিন অ্যাপ দিয়ে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকেও খিদমাহ কার্ডের বিল পরিশোধ করা যায়। খিদমাহ কার্ডের সবচেয়ে আধুনিক ফিচার হচ্ছে গ্রাহককে কার্ডের ওপর নির্ভরশীল হতে হয় না। গ্রাহক ভুলে কার্ড সঙ্গে না রাখলেও সেলফিনের মাধ্যমে খিদমাহ কার্ড থেকে কেনাকাটা ও এটিএম বুথ থেকে ক্যাশ উত্তোলন করতে পারেন।
খিদমাহ ক্রেডিট কার্ড আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তাসমৃদ্ধ ইএমভি চিপভিত্তিক কন্টাক্টলেস লোকাল ও ডুয়াল কারেন্সি কার্ড। কার্ডটি দিচ্ছে লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা। আবার ডুয়েল কারেন্সি সাপোর্ট থাকায় বিশ্বের সর্বত্র কেনাকাটা ও ই-কমার্স সাইটে পেমেন্ট করা যায়।
ইসলামী ব্যাংকের খিদমাহ কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে সারা বছর ডিসকাউন্ট, ক্যাশব্যাক, মাসিক কিস্তি (ইএমআই) ও বাই ওয়ান গেট ওয়ান/টু/থ্রি/ফোর অফার। ভিসা সিগনেচার ও মাস্টারকার্ড ওয়ার্ল্ড খিদমাহ ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বিশ্বজুড়ে ১৫০০+এয়ারপোর্ট লাউঞ্জে বছরে চার ফ্রি লাউঞ্জের সুবিধা পাবেন। সব ধরনের খিদমাহ ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন জিরো পার্সেন্ট রেটে সর্বোচ্চ ৩৬ মাস মেয়াদি ইএমআই বা মাসিক কিস্তির সুবিধা। গ্রাহক প্রয়োজনে অনুমোদিত সীমার পঞ্চাশ শতাংশ পর্যন্ত নগদ উত্তোলন করতে পারেন। বছরে ১৮ বার বা ১ লাখ টাকার বেশি পিওএস/ই-কমার্স পেমেন্ট করলে বার্ষিক ফি মওকুফ করা হয়।
গোল্ডকার্ডের সীমা সর্বোচ্চ ২ লাখ টাকা। প্লাটিনাম কার্ডের সীমা সর্বোচ্চ ২ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা। সিগনেচার ও মাস্টারকার্ড ওয়ার্ল্ড কার্ডের সীমা ৫ লাখ টাকা থেকে তদূর্ধ্ব।
পবিত্র রমজান উপলক্ষ্যে ইসলামী ব্যাংক কার্ড ও সেলফিন অ্যাপের মাধ্যমে পরিশোধের ওপর বিভিন্ন (BOGO) অফার ঘোষণা করেছে পুরো রমজানজুড়ে। যার মধ্যে খিদমাহ ক্রেডিট কার্ডও আওতাভুক্ত। ইসলামী ব্যাংকের সব খিদমাহ ক্রেডিট কার্ড ব্যবহারকারী যে কোনো তৈরি পোশাক, লাইফ স্টাইল, ফুটওয়্যার, ও গ্রোসারি সামগ্রীর পিওএস এবং কিউআর কোডেবিল পরিশোধের মাধ্যমে ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। সর্বনিম্ন ২০০০ টাকার কেনাকাটায় দৈনিক ৩০০ টাকা ও ক্যাম্পেইন চলাকালীন গোল্ড ও প্লাটিনাম কার্ড ব্যবহারকারী পাবেন সর্বোচ্চ ১৫০০ টাকা ও খিদমাহ সিগনেচার ও ওয়ার্ল্ড কার্ড ব্যবহারকারীরা পাবেন সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
খিদমাহ ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের কেনাকাটায় ইসলামী ব্যাংক সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট অফার দিচ্ছে। পুরো রমজানজুড়ে ইসলামী ব্যাংকের মাস্টারকার্ড ওয়ার্ল্ড খিদমাহ ব্যবহারকারীরা ডি-ডামাস ও গীতাঞ্জলিতে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এছাড়া, ব্যাংকের অন্য খিদমাহ ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা লাইফস্টাইল পণ্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।
ইসলামী ব্যাংকের খিদমাহ ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা রমজান উপলক্ষ্যে ২০টিরও বেশি বিখ্যাত রেস্টুরেন্টে ইফতার, ডিনার ও সেহরিতে ইসলামী ব্যাংক কার্ড ব্যবহারকারীদের দিচ্ছে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।