
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০১:২০ এএম
সাক্ষাৎকার
দেশে হোম অ্যাপলায়েন্স খাতের বাজার ভবিষ্যতে আরও দ্রুত বৃদ্ধি পাবে
মো. নুরুল আফছার, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইলেক্ট্রো মার্ট গ্রুপ

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
আপনারা কী কী হোম অ্যাপলায়েন্স পণ্য উৎপাদন করেন?
এয়ারকন্ডিশনার এবং ফ্রিজ বাদে আমরা আরও বেশ কিছু হোম অ্যাপলায়েন্স পণ্য সংযোজন এবং বিপণন করে থাকি। এগুলো হলো-কনকা ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকার, এয়ারকার্টেন, এয়ারফিউরিফায়ার, ইনডাকশন কুকার, মিক্সার গ্রাইন্ডার, সিলিং ফ্যান, ইলেকট্রিক ক্যাতলি, কিচেন হুভ, কিচেন হুড ইত্যাদি।
হোম অ্যাপলায়েন্স পণ্য এখন দেশেই উৎপাদিত হচ্ছে। বিদেশের সঙ্গে আমাদের পণ্যের মানের তারতম্য কতটা?
দেশে তৈরি পণ্য এবং বিদেশে তৈরি হোম অ্যাপলায়েন্স পণ্যের মধ্যে তেমন একটা ফারাক নেই। বরং অনেক ক্ষেত্রে দেশে তৈরি পণ্য আরও ভালো মানের হয়ে থাকে। অনেক ক্ষেত্রে বিদেশি হোম অ্যাপলায়েন্স পণ্যের বিক্রয়োত্তর সেবা বা মেরামত এবং খুচরা যন্ত্রাংশ প্রাপ্তিতে সমস্যা দেখা দেয়। এসব বিবেচনায় দেশে তৈরি মানসম্মত হোম অ্যাপলায়েন্স পণ্য বেশ ভালো।
দেশে হোম অ্যাপলায়েন্স খাতের ভবিষ্যৎ কেমন দেখছেন?
বর্তমানে প্রতিটি মানুষ তার এবং পরিবারের জীবনযাত্রাকে সহজ করে তুলতে চাচ্ছে। যার জন্য সে সময় সাশ্রয়ের প্রতি অধিকতর মনোযোগী। এ সময় এবং অর্থ সাশ্রয়ের সুযোগ করে দিচ্ছে হোম অ্যাপলায়েন্স পণ্য। এখন কাপড় পরিষ্কার এবং রান্নাসহ নিত্যদিনের অনেক কাজ মানুষ সহজে হোম অ্যাপলায়েন্স পণ্য ব্যবহার করে দ্রুত সমাধান করে নিচ্ছে। ফলে আমরা মনে করি দেশে হোম অ্যাপলায়েন্স খাতের বাজার ভবিষ্যতে আরও দ্রুত বৃদ্ধি পাবে।
সামনেই ঈদুল ফিতর। ঈদ উপলক্ষ্যে ক্রেতাদের কোনো বিশেষ সুবিধা দিচ্ছেন কি?
ঈদুল ফিতর উপলক্ষ্যে আমরা একটি অফার চালু করেছি যার নাম ঘষা দিলেই গোল্ড অফার। এ অফারে একজন কাস্টমার কনকা এবং হাইকো ব্র্যান্ডের ফ্রিজ ক্রয় করলেই একটি স্ক্যাচ কার্ড পাবেন। যা ঘষে পেতে পারেন বিভিন্ন গোল্ডের জুয়েলারিসহ কনকা এবং হাইকো ব্র্যান্ডের নানা রকম উপহার সামগ্রী।
ফ্রিজ বাদে অন্য হোম অ্যাপলায়েন্স পণ্যের বাজার বাংলাদেশে কেমন? টাকার মূল্যমানে তা কত?
ফ্রিজ বাদে অন্য হোম অ্যাপলায়েন্সের বাজার বাংলাদেশে অনেক ভালো। অনেক হোম অ্যাপলায়েন্স কারখানা বেশ সাফল্য অর্জন করছে। বর্তমানে এ খাতের বাজার প্রায় সাড়ে আড়াই থেকে তিন হাজার কোটি টাকা।
রাজনৈতিক পটপরিবর্তন, মূল্যস্ফীতি, ডলারের উচ্চমূল্য এসবের মধ্যে ফ্রিজের বাজার কেমন অবস্থায় আছে?
রাজনৈতিক পটপরিবর্তন কোভিড উত্তর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরাইলি হামলা এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি বিশ্বব্যাপী সরবরাহ চেইন অনেকটা বাধাগ্রস্ত। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধি, জাহাজ ভাড়া বৃদ্ধি ও ডলারের মূল্য সমন্বয়ের কারণে পণ্যের মূল্যে কিছুটা সমন্বয় করা হয়েছে। তবে আমাদের সঠিক উৎপাদন পরিকল্পনা, ব্যয় ব্যবস্থাপনা এবং ক্রেতার ক্রয় সক্ষমতা বিবেচনায় নিয়ে পণ্যের মূল্য নির্ধারণ করায় ডলারের দাম বৃদ্ধির প্রভাব পণ্যের মূল্যের ওপর খুব সীমিত।
আপনাদের ফ্রিজ উৎপাদন কারখানা স্থাপন এবং এর বিশেষত্ব, সক্ষমতা, প্রযুক্তি সম্পর্কে জানতে চাই?
১৯৮০ সাল থেকে আমাদের ব্যবসায়িক ও বিক্রয় কার্যক্রম শুরু হয় বিভিন্ন ব্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য বিপণনের মধ্য দিয়ে। ১৯৯৮ সাল থেকে চায়না ব্র্যান্ড কনকা ও গ্রি ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতকরণের ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়। তখনকার সময়ে আমরাই বাংলাদেশে প্রথম পাঁচ বছরের ওয়ারেন্টি প্রদান করে ইলেকট্রনিক্স পণ্য বিপণন করি। কারণ আমাদের পণ্যের গুণগত মান ছিল আন্তর্জাতিক মানের। ২০০৪ সালে আমরা সংযোজন কারখানা স্থাপন করে ইলেকট্রনিক্স পণ্য সংযোজন কার্যক্রম শুরু করি। ২০১৫ সাল থেকে আমরা পরিপূর্ণ ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের জন্য যৌথ উদ্যোগে কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করি। ২০১৮ সালের শেষের দিকে আমরা রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনের মধ্য দিয়ে আমাদের উৎপাদন কার্যক্রম শুরু হয়। আমরা বিশ্বের শীর্ষ স্থানীয় ব্র্যান্ড কনকা রেফ্রিজারেটর ও ফ্রিজার, গ্রি ব্র্যান্ড এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটর, কনকা সিলিং ফ্যান, দেশি ব্র্যান্ড হাইকো ফ্রিজ ও এসি সম্পূর্ণ উৎপাদন করছি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, নিত্য নতুন প্রযুক্তির সমন্বয়ে দেশীয়ভাবে ফ্রিজ তৈরি করে এদেশের মানুষের চাহিদা পূরণ করতে। আমাদের ফ্রিজের স্ট্যান্ডার্ড টেকনোলজির মাধ্যমে মানুষের দৈনিন্দ্য জীবনকে করে তুলেছে আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময়। আমাদের ফ্রিজে রয়েছে সবচেয়ে ওয়াইড এরিয়া। কনকা ফ্রিজের একটিভ কার্বন ডিওডোরাইজার ব্যাকটেরিয়াকে ডিএক্টিভ করে দেয়, যার কারণে এক খাবারের গন্ধ আরেক খাবারে সংমিশ্রণ হয় না। এতে খাবার থাকে সতেজ এবং স্বাস্থ্যসম্মত।