
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ১১:৫৯ পিএম

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ইফতার থেকে শুরু করে গ্রোসারি পণ্য কেনা, ঈদ শপিং, ই-টিকেটিং-সবই করা যাচ্ছে বিকাশ পেমেন্টে * থাকছে ৪,০০০ টাকা ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারও
সদ্য চাকরিতে যোগদান করা নামিরা হোসেন রমজানের শুরু থেকেই টুকে রাখছেন কেনাকাটায় কোথায় কি অফার আছে। জীবনে প্রথমবারের মতো পাওয়া ঈদ বোনাস দিয়ে প্রিয়জনদের সবার জন্যই কিছু না কিছু কেনার পরিকল্পনা করছেন এ তরুণী। তিনি বলেন, ‘রমজানের মাঝামাঝি থেকেই কেনাকাটা শুরু করেছি। কেনাকাটার মাধ্যম বরাবরের মতোই ডিজিটাল পেমেন্ট। জামা, জুতা, ফেসবুক পেজে কেনাকাটায় বিকাশ পেমেন্টের অফারগুলো ব্যবহার করব। এক্ষেত্রে একটা বড় সুবিধা হলো কোথায় কী খরচ হচ্ছে তার হিসাব রাখা সহজ হবে।’
বিকাশ পেমেন্টের খুঁটিনাটি-
রমজানজুড়ে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার : পাড়ার মুদি দোকানে প্রয়োজনীয় কেনাকাটা থেকে শুরু করে বাস-ট্রেন-প্লেনের টিকিট কাটা, সবই স্বাচ্ছন্দ্যে করা যায় বিকাশ পেমেন্টে। রমজান মাসজুড়ে সুপারস্টোর, অনলাইন শপ, ফেসবুক পেজ, বিভিন্ন ব্র্যান্ড শপ, ফ্যাশন হাউজ, জুতার দোকান, রেস্টুরেন্টসহ বিভিন্ন আউটলেটে বিকাশ পেমেন্টে রোজা ও ঈদের কেনাকাটায় মিলছে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার।
বিস্তৃত এজেন্ট ও মার্চেন্ট নেটওয়ার্ক : বর্তমানে বিকাশ-এর প্রায় ৮ কোটি গ্রাহক দেশজুড়ে ছড়িয়ে থাকা ছোট-বড় মার্চেন্টে কিউআর স্ক্যান করে, পেমেন্ট গেটওয়ে এবং *২৪৭# ডায়াল করে দ্রুত, সহজে এবং নিরাপদে পেমেন্ট করতে পারছেন।
ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে অ্যাড মানি : বিকাশ গ্রাহকরা ৪৯টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট এবং বাংলাদেশে ইস্যুকৃত ভিসা, অ্যামেক্স ও মাস্টারকার্ড থেকে যখন প্রয়োজন তখনই অ্যাড মানি করে প্রয়োজনীয় সব কেনাকাটা সারতে পারছেন।
বিকাশ অ্যাপ থেকে ভিসা কার্ড দিয়ে সরাসরি পেমেন্ট : বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এবং বিকাশ অ্যাপে সংযুক্ত ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্টের মাধ্যমে কেনাকাটার সুযোগ পাচ্ছেন বিকাশ গ্রাহকরা। ডিজিটাল পেমেন্টকে আরও সার্বজনীন, ঝামেলাহীন ও নিরাপদ করতে এ সুবিধা যুক্ত করা হয়েছে বিকাশ অ্যাপে।
পে লেটার দিয়ে কেনাকাটা : জরুরি প্রয়োজনে কেনাকাটাকে আরও সহজ করতে প্রথমবারের মতো ‘পে-লেটার’ নামের বিশেষ জামানতবিহীন ঋণ সেবা চালু যৌথভাবে করেছে বিকাশ ও সিটি ব্যাংক। এ সেবার মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে টাকা না থাকলেও গ্রাহক প্রয়োজনীয় পণ্য কিনে বিকাশ অ্যাপ থেকেই তাৎক্ষণিক সিটি ব্যাংকের এ বিশেষ ঋণ নিয়ে মূল্য পরিশোধ করতে পারবেন।
কেনাকাটার হিসাব দেখে নেওয়া যায় বিকাশ স্টেটমেন্ট থেকে : কেনাকাটা করতে করতে অনেক সময় আমাদের খেয়াল থাকে না কত কিছু কিনে ফেলেছি! এক্ষেত্রে, বিকাশ পেমেন্টে কেনাকাটার বড় সুবিধা হচ্ছে অ্যাপের স্টেটমেন্ট অপশন থেকে যে কোনো সময় দেখা নেওয়া যায় কোন খাতে কত খরচ হলো। আয়-ব্যয়ের হিসাব রাখতে পারা ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার মূলভিত্তি।
বিকাশ-এর হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পিআর শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘দৈনন্দিন ব্যস্ততায় মূল্যবান সময় বাঁচাতে গ্রাহকরা ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠছেন। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিকাশও তাই উৎসব-পার্বণকে সামনে রেখে সুপারস্টোর, ব্র্যান্ড শপ, রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে ক্যাশব্যাক, ডিসকাউন্টসহ নানা অফার দিয়ে থাকে।’
অফিসিয়াল ফেসবুক পেজ বা এই ওয়েব লিংকে-
ttps://www. bkash.com/ campaign/ search? category= shob-moment-e- bkash-payment।