Logo
Logo
×

চাকরি

প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৪:২০ পিএম

প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে আজ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর প্রার্থীরা এ ফল পেতে পারেন। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে এবার তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। 

প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত, মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। তবে তৃতীয় ধাপের লিখিত এবং মৌখিক পরীক্ষা হলেও দীর্ঘদিনে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি। এ নিয়ে প্রার্থীরা উদ্বিগ্ন।

বিষয়টি নিয়ে এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, তৃতীয় ধাপের ফল প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী প্রকাশ করা হবে নাকি কোটার নতুন প্রজ্ঞাপন অনুসরণ করা হবে, সে বিষয়েও আইন মন্ত্রণালয়ে মতামত চেয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মতামত পেতে দেরি হওয়ায় চূড়ান্ত ফল প্রকাশেও দেরি হয়। অবশেষে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা পেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ২৯ মার্চ এ ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

গত ২২ এপ্রিল লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশিত হয়। এতে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। এরপর প্রার্থীদের নিজ নিজ জেলার শিক্ষা অফিসে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম