পবিপ্রবিতে অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিশন গঠন
উপকূলীয় প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৬:১২ পিএম
ফাইল ছবি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিভিন্ন সময়ে সংঘটিত আর্থিক, প্রশাসনিক এবং একাডেমিক অনিয়ম ও দুর্নীতি তদন্তের লক্ষ্যে বিশেষ কমিশন গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির নতুন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নির্দেশে গঠিত এ কমিশন পবিপ্রবি’র ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ঘটে যাওয়া শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, র্যাগিং, সিট বাণিজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত করবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এসএম হেমায়েত জাহানকে চেয়ারম্যান করে মোট ৪৯ সদস্যের একটি দল এ তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।
এতে পবিপ্রবির বিভিন্ন বিভাগের প্রফেসর, প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মামুন-উর-রশীদ।
কমিশনকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সংঘটিত সব ধরনের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে সাব-কমিশনও গঠন করতে পারবে এ কমিশন।
পবিপ্রবি’র রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে। অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে অবৈধ অর্থ গ্রহণ এবং সৃজনী বিদ্যানিকেতনে সংঘটিত আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির বিষয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
এ বিষয়ে তদন্ত কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান যুগান্তরকে বলেন, খুব দ্রুত সময়ই বেশ কয়েকটি সাব কমিটি গঠন করা হবে। বিশ্ববিদ্যালয়ে ইতোপূর্বে যত অপকর্ম হয়েছে সব কিছুর সুষ্ঠু তদন্ত করা হবে এবং এসব অপকর্ম যাতে পরবর্তীতে আর সংঘটিত না হয় সে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এই কমিশন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করবে।