Logo
Logo
×

শিক্ষাঙ্গন

আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন: চবি উপাচার্য

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন: চবি উপাচার্য

ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন,  আপনাদের অনুরোধ করব, আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। দেখবেন আমি কোনো অপরাধ করি কিনা।

সোমবার বেলা ১১টার দিকে উপাচার্যের সভাকক্ষে চবি সাংবাদিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন নবনিযুক্ত উপাচার্য।

তিনি বলেন, আপনারা ইতিবাচক দিকগুলোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তুলে ধরবেন। এতে বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে ভালো জায়গায় যাবে। তার মানে এই না যে খারাপগুলো লিখবেন না। বরং নেতিবাচক নিউজগুলো আগে করবেন, যেন আমি সচেতন হই।

পরিকল্পনার ব্যাপারে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ পাঠদান ও গবেষণা। এ কাজ ঠিকঠাক করতে যা করা দরকার তা করব। উপাচার্য পদ থাক বা না থাক, আমি আমার মনোভাব থেকে নড়ব না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম