Logo
Logo
×

সম্পাদকীয়

পল্লবীতে ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেফতার

Icon

মিরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৩, ০৩:০৯ এএম

পল্লবীতে ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেফতার

রাজধানীর পল্লবীতে রাজ আল আবির নামে এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার পল্লবীর ১২ নম্বরের একটি সড়ক থেকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিচয়দানকারী ওই প্রতারককে গ্রেফতার করেন পল্লবী থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সজীব।

গ্রেফতার রাজ আল আবিরের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানায়।তার বাবার নাম আনোয়ার হোসেন।
 
পুলিশ জানায়, প্রতারক আবির বিভিন্ন সময় পোশাক পরিহিত পুলিশের সিনিয়র অফিসারদের সঙ্গে নিজের ছবি এডিট করে বিভিন্ন সময় প্রতারণা করে আসিছিলেন।  

নিজেকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।একপর্যায়ে তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নেয় ও শারীরিক সম্পর্ক স্থাপন করে ।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, প্রতারক আবিরের মোবাইল জব্দ করে দেখা গেছে কমপক্ষে ৫০ জন মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও শারীরিক সম্পর্ক স্থাপন করেছে।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ধর্ষণ ও সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার একাধিক মামলা রয়েছে।

বর্তমানে পল্লবী থানার এক ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও মিথ্যা পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার অপরাধে তাকে আটক করা হয়েছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম