
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১০:৩৭ এএম
অর্থনীতির স্বার্থে দ্রুত এফবিসিসিআই নির্বাচন দাবি

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পিএম

আরও পড়ুন
দেশের ব্যবসায়ীদের স্বার্থে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদের নেতারা।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা এফবিসিসিআই প্রশাসক ও মহাসচিবের পদত্যাগ, সহায়ক কমিটি ভেঙে দিয়ে প্রকৃত নিরপেক্ষ, সৎ ব্যবসায়ী প্রতিনিধির সমন্বয়ে দ্রুত নির্বাচনের লক্ষ্যে সংগঠনের সাবেক নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠন প্রভৃতি দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও সাবেক পরিচালক আনোয়ার হোসেন। তিনি বলেন, গত ৫ আগস্ট-পরবর্তী ১১ সেপ্টেম্বর ফেডারেশনের পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসাবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
তিনি বলেন, ১২০ দিনের জন্য প্রশাসক নিযুক্ত হলেও দ্বিতীয় দফায় আরও ১২০ দিন মেয়াদ বাড়িয়ে নিয়েছেন। এখন আবার তৃতীয় দফায় মেয়াদ বাড়ানোর অপচেষ্টা চলিয়ে যাচ্ছেন। তাছাড়া প্রশাসক নিয়োগের সাত মাস অতিবাহিত হলেও ব্যবসায়ীদের জন্য কোনো কাজ করেননি এই প্রশাসক। ফেডারেশনে ব্যবসায়ী নেতৃত্ব না থাকায় বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের পক্ষে কথা বলার কেউ নেই। এ কারণে বলছি, দেশের অর্থনীতির স্বার্থে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত ব্যবসায়ী নেতাদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
এ সময় তিনি চার দফা দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদের সদস্য সচিব মো. জালালউদ্দীন, যুগ্ম আহ্বায়ক মীর নিজাম উদ্দিন আহমেদ, নিজাম উদ্দীন রাজেশ, আবু মোতালেব, খন্দকার রহুল আমিন, শফিকুল ইসলাম ভরসা প্রমুখ।