Logo
Logo
×

অর্থনীতি

এডিবির নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৫ পিএম

এডিবির নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেছেন মাসাতো কান্দা। সোমবার আনুষ্ঠানিকভাবে ১১তম সভাপতি হিসাবে এ দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে নতুন প্রেসিডেন্ট বলেন, আমাদের অঞ্চলের জন্য এই গুরুত্বপূর্ণ মুহূর্তে এডিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি।

তিনি আরও বলেন, আমাদের ৬৯ সদস্যের আস্থা এবং আমাদের নিবেদিতপ্রাণ কর্মীদের দৃঢ় সমর্থনের মাধ্যমে আমি টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক প্রবৃদ্ধির জন্য কাজ করব। এ ক্ষেত্রে এডিবির লক্ষ্যকে এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কান্দা মাসাতসুগু আসাকাওয়ার স্থলাভিষিক্ত হলেন। তিনি সংস্থার শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনের উত্তরাধিকার অব্যাহত রাখবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম