Logo
Logo
×

অর্থনীতি

৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ১২ শতাংশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম

৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ১২ শতাংশ

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। তারপর থেকেই দেশের অর্থনীতির চাকা উর্ধ্বমুখী।  

কেবল জানুয়ারি মাসেই পোশাক রপ্তানি আয় ৫.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮.৯৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে যা ছিল ২৫.৯৪ বিলিয়ন ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত সাত মাসে পোশাক খাতে রপ্তানি আগের অর্থবছরের একই সময়ে তুলনায় ১২ শতাংশ বেড়েছে। এই সাত মাসে বাংলাদেশ ২৩.৫৫ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছ।  

সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত সময়ে মোট রপ্তানি আয়ে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১১.৬৮ শতাংশ বেশি প্রবৃদ্ধি হয়েছে।  

ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ ও প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে।

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের তুলনায় ১২.৪৪ শতাংশ বেশি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম