Logo
Logo
×

অর্থনীতি

জানুয়ারিতে রেমিট্যান্স কমেছে সাড়ে ৪৫ কোটি ডলার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম

জানুয়ারিতে রেমিট্যান্স কমেছে সাড়ে ৪৫ কোটি ডলার

ফাইল ছবি

গত জানুয়ারি মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়েছেন ২১৮ কোটি ৫২ লাখ ডলার। সব মিলি‌য়ে চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি এই সাত মাসে দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৫৯৬ কোটি ১৮ লাখ ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি।

গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে রেমিট্যান্স কিছুটা কমলেও আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ডলার। গত ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৬৪ কোটি ডলার। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে রেমিট্যান্স কমেছে ৪৫ কোটি ৪৮ লাখ ডলার।  রোববার  বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে রেমিট্যান্স বাড়ায় বাজারে ডলারের প্রবাহ বেড়েছে। ফলে বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা কিছুটা কমেছে। একই সঙ্গে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা ও নিয়মিত দায় পরিশোধের পরও এখন রিজার্ভ ২ হাজার কোটি ডলারের ওপরে রয়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, জানুয়ারিতে যে রেমিট্যান্স এসেছে এর মধ্যে রাষ্টায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫১ কোটি ১১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫৫ কোটি ১৫ লাখ, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি অর্থবছর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ৭ মাসে দেশে এক হাজার ৫৯৬ কোটি ১৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক হাজার ২৯১ কোটি ২৮ লাখ মার্কিন ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩০৫ কোটি ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৮ লাখ ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার ও ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম