কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
ব্যাংকারদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০১:৪৭ এএম
![ব্যাংকারদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/17/3-67896240f00dc.jpg)
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ব্যাংকটির প্রশাসন বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ফেসবুকে আপত্তিকর পোস্ট, কমেন্ট, শেয়ার বা অশ্লীল মন্তব্য করলে আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে।
নির্দেশিকায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি প্রতিষ্ঠান ও কর্মচারীদের করণীয় ও বর্জনীয় নির্ধারণ করা এবং এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার বিষয়ে উলেখ করা হয়েছে।