Logo
Logo
×

অর্থনীতি

৯০ দিনে খেলাপি ঋণ বেড়েছে ৭৩,৫৮৬ কোটি টাকা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম

৯০ দিনে খেলাপি ঋণ বেড়েছে ৭৩,৫৮৬ কোটি টাকা

দিনদিন বেড়েই চলছে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ। সেই ধারাবাহিকতায় গত তিন মাসে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ১৬ দশমিক ৯৩ শতাংশ। 

রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় দুই লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি ৩১ লাখ টাকা। যা নিয়ে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৮২ হাজার ৮২১ কোটি ৯৪ লাখ টাকা। 

এর আগে গত জুন শেষে খেলাপি ঋণ ছিল দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি ৮৭ লাখ টাকা। সেই হিসেবে, গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি ৪৪ লাখ টাকা।

প্রাপ্ত তথ্য মতে, গত ৩০ সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় এক লাখ ২৬ হাজার ১১১ কোটি ৫২ লাখ টাকা। যা বিতরণ করা ঋণের ৪০ দশমিক ৩৫ শতাংশ। 

এছাড়া ৩০ সেপ্টেম্বর শেষে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় এক লাখ ৪৯ হাজার ৮০৬ কোটি ৩৩ লাখ টাকা। যা বিতরণ করা ঋণের ১১ দশমিক ৮৮ শতাংশ। 

একই সময়ে বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় তিন হাজার ২৪৫ কোটি ৬৩ লাখ টাকা। যা বিতরণ করা ঋণের ৪ দশমিক ৯৯ শতাংশ। 

সেই সঙ্গে বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার ৮১৩ কোটি ৮৩ লাখ টাকা। যা বিতরণ করা ঋণের ১৩ দশমিক ২১ শতাংশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম