ব্যাংক লুটেরাদের ছাড় দেওয়া হবে না: গভর্নর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পিএম
যারা নামে-বেনামে ঋণ নিয়ে ব্যাংকের টাকা লোপাট করেছে এবং টাকা পাচার করে বিদেশে সম্পদ গড়েছে, এসব লুটেরাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ সময় উপস্থিত প্রবাসী পেশাজীবীরা দেশের ব্যাংক খাত এবং অর্থ পাচার নিয়ে উদ্বেগ জানালে গভর্নর এসব কথা বলেন।
গভর্নর বলেন, ‘ব্যাংকের লোপাট করা অর্থ দেশে-বিদেশে যেখানেই থাক, তা ফিরিয়ে দেশে নিয়ে আসা হবে। এছাড়া, সম্পদ মূল্যায়নে বিদেশি তালিকায় রাখা হয়েছে ১০টি প্রতিষ্ঠান। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হবে।’ গভর্নর জানান, ব্যাংক থেকে ঠিক কী পরিমাণ অর্থ লোপাট হয়েছে, শিগগিরই তার হিসাব জানা যাবে।
চরম তারল্য সংকটের মুহূর্তে ব্যাংক গ্রাহকদের ধৈর্যের প্রশংসা করে গভর্নর বলেন, ‘এমন পরিস্থিতিতেও তারা কোনো প্রতিষ্ঠানে হামলা করেনি।’ এজন্য নিজেদের সৌভাগ্যবান মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
বাংলাদেশের ব্যাংকিং খাতের প্রয়োজনীয় সংস্কার করতে আন্তর্জাতিক মহলের সহযোগিতাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।