Logo
Logo
×

অর্থনীতি

বিশ্বের ৮টি দেশে রপ্তানি হয়েছে এসকেবির পণ্য

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ পিএম

বিশ্বের ৮টি দেশে রপ্তানি হয়েছে এসকেবির পণ্য

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকেবি স্টেইনলেস স্টিল মিলসের চেয়ারম্যান মো. সাইফুর রহমান

কম জ্বালানি খরচে স্বাস্থ্যকর রান্নার জন্য বাজারে নতুন পণ্য এনেছে এসকেবি কুকওয়্যার। 

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শনিবার এসকেবি ব্র্যান্ডের পিওর স্টেইনলেস স্টিল নন স্টিক কুকওয়্যার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকেবি স্টেইনলেস স্টিল মিলসের চেয়ারম্যান মো. সাইফুর রহমান বলেন, বর্তমানে আমরা আমাদের পণ্য সামগ্রী অস্ট্রেলিয়া, তুরস্কসহ বিশ্বের ৮টি রাষ্ট্রে রপ্তানি হয়েছে।

তবে এনবিআর যদি ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করে তাহলে আরো বিভিন্ন রাষ্ট্রে এসব পণ্য পাঠানো সম্ভব হবে‌। এতে দেশের রপ্তানি আয় অনেক বাড়বে। সরকারের রাজস্ব আয়ও বাড়বে। দেশ সমৃদ্ধশালী হবে।

এ সময় তিনি চীন, থাইল্যান্ড ও ভিয়েতনামের উদাহরণ তুলে ধরেন।

অনুষ্ঠানে এসকেবির বিভিন্ন পণ্যের একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক আবু খালেদ ভূঁইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ফরহাদ আহমেদ, কুকওয়ার বিভাগের সিনিয়র জিএম ইঞ্জিনিয়ার নিজাম মোহাম্মদ নুসরাত উল্লাহ, জি এম  জনাব মো. আব্দুল কাদির কামাল এবং ডিজিএম মীর মফিজুল ইসলাম।   

অনুষ্ঠানে বক্তারা বলেন , দ্রুত ও কম খরচে সহজেই রান্না করার জন্য স্মার্ট রান্নার পাত্র এসকেবি নন স্টিক কুকওয়ার। 

এছাড়াও এসকেবি নন স্টিক কুকওয়ার প্রতিটি পণ্যের ফুল বডি পিওর স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি তাই খুবই মজবুত। কোনো মরিচা ধরবে না। থাকবে ঝকঝকে চকচকে।ভোজ্য তেল ও জ্বালানি খরচ খুবই কম হবে। রয়েছে ৫ স্তরের দীর্ঘস্থায়ী নন স্টিক মার্বেল ও সিরামিক কোটিং। ওভেন প্রুফ ও যেকোনো চুলায় রান্নার উপযোগী। থাকছে ১ বছরের ওয়ারেন্টি। 

অনুষ্ঠানে আরও জানানো হয় , এসকেবি স্টেইনলেস স্টিল মিলস লিঃ ২০০৫ সালে প্রতিষ্ঠা লাভ করে। গাজীপুর জেলার শ্রীপুরে সবুজ প্রকৃতি বেষ্টিত বিশাল পরিসরে গড়ে তোলা হয় কারখানা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম