ইসলামী ব্যাংকের ঋণের অর্ধেকটাই নিয়েছে এস আলম: চেয়ারম্যান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম
ইসলামী ব্যাংকের বিতরণ করা মোট ঋণের অর্ধেকের বেশি এস আলম গ্রুপই নিয়ে গেছে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ইসলামী ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে তাদের বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার কোটি টাকার বেশি।
এ বিষয়ে ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ‘মোট ঋণের অর্ধেকের বেশি ঋণই নিয়েছে এস আলম গ্রুপ। তবে বিস্তারিত তথ্য পেতে আরও এক সপ্তাহ সময় লাগবে। ব্যবসায়ী গ্রুপটি তাদের অতিমূল্যায়িত সম্পদ দেখিয়ে এই ঋণ নিয়েছে। তাই তাদের সম্পদের পুনর্মূল্যায়ন করা হচ্ছে’।
এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘নেওয়া ঋণের বিপরীতে এস আলম গ্রুপ যে জামানত দিয়েছে, তা দিয়ে তাদের ঋণ সমন্বয় হবে না। তাই জামানতের বাইরে থাকা সম্পদ খুঁজে বের করতে আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে গত ২২ আগস্ট রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। ওই পর্ষদে চারজন স্বতন্ত্র পরিচালকও নিয়োগ দেওয়া হয়।