Logo
Logo
×

অর্থনীতি

জ্বালানি প্রকল্পে বৈদেশিক ঋণ চুক্তি খতিয়ে দেখা হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ পিএম

জ্বালানি প্রকল্পে বৈদেশিক ঋণ চুক্তি খতিয়ে দেখা হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

জ্বালানি খাতের প্রকল্পে বৈদেশিক ঋণের চুক্তি আগে খতিয়ে দেখিবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। মঙ্গলবার কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ কথা বলেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। 

রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সারসা সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ড. জাহিদ হোসেন, ড. সেলিম রায়হান ও ড. মোস্তাফিজুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ড. দেবপ্রিয় আরও বলেন, আজকের বৈঠকে আমরা ঠিক করলাম কোন সদস্য কি বিষয়ে দায়িত্ব পালন করবেন। আমাদের ইস্যুগুলো নিয়ে আমরা ঢাকা, ঢাকার বাইরে এবং বিদেশেও যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে মতবিনিময় করা হবে। আগামী দুই মাসের মধ্যেই কার্যক্রম গুছিয়ে আনা হবে। 

তিনি জানান, খাতওয়ারি যেমন জ্বালানি, প্রাতিষ্ঠানিক, ব্যাংক, রাজস্ব খাত, অর্থ পাচার, বৈষম্য ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয় সদস্যদের মধ্যে ভাগ করা হবে।  
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম