শিগগিরই বিশ্ববাজারে শীর্ষ স্থান দখল করবে তৈরি পোশাক খাত: বিজিবিএ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম
শিগগিরই বিশ্ববাজারে শীর্ষ স্থান দখল করবে দেশের তৈরি পোশাক খাত। উপযুক্ত নীতি সহায়তা আর অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে দেশের তৈরি পোশাক খাত প্রতিযোগী দেশগুলোকে ছাড়িয়ে বিশ্ববাজারে শীর্ষ স্থান দখল করবে বলে মন্তব্য করেছেন এ খাতে সংশ্লিষ্ট নেতারা। এ খাতের সমস্যা সমাধানে অচীরেই সরকার উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন এফবিসিসিআইএ’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।
এ বিষয়ে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এ ব্যবসায়ী নেতৃবৃন্দ। সোমবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ এসোসিয়েশন (বিজিবিএ) এর উদ্যোগে আয়োজিত ‘চলমান পরিস্থিতিতে তৈরি শিল্প খাতের সংকট ও উত্তরণের উপায়’ শীষক আলোচনা সভায় বক্তারা এসব মতামত ব্যক্ত করেন।
সভায় রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, এবং বিটিএমএ সভাপতি শওকত রাসেল সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ এসোসিয়েশন (বিজিবিএ) এর সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল।
অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, তৈরি পোশাকশিল্পে প্রায় ১২ বিলিয়ন ইউএস ডলার রপ্তানি অর্ডারে অবদান রাখছে গার্মেন্ট বায়িং হাউজগুলো। বর্তমান সময়ে বায়িং হাউজগুলো গার্মেন্ট খাতে মেরুদণ্ড (Backbone) হিসেবে কাজ করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বায়িং হাউজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।
তিনি আরও বলেন, বিজিবিএ তৈরি পোশাকশিল্পের একটি শৃঙ্খলাবদ্ধ ও অলাভজনক দেশব্যাপী মধ্যস্থতাকারী সংগঠন। এ প্রতিষ্ঠান তৈরি পোশাকশিল্প ও বাণিজ্য শিল্প সম্পর্কিত সেবা প্রদান করে আর্ন্তজাতিক বাজারে ব্যবসা প্রসারে সদস্যদের সহায়তার মাধ্যমে সেবা দিয়ে থাকে।
এতে জনাব আব্দুল আউয়াল মিন্টু (সাবেক সভাপতি, FBCCI)সহ আরও উপস্থিত ছিলেন:
২) জনাব মোহাম্মদ হাতেম (সভাপতি, BKMEA)
৩) জনাব ফজলে শামীম আহসান (কার্যনির্বাহী সভাপতি, BKMEA)
৪) জনাব খন্দকার রফিকুল ইসলাম (সভাপতি, BGMEA)
৫) জনাব আব্দুল্লাহ হিল রাকিব (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট)
৬) জনাব শওকত রাসেল (সভাপতি, BTMA)
৭) জনাব কামাল হোসেন (সিইও এবং ভাইস চেয়ারম্যান, রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB))
৮) জনাব কাজী মনিরুজ্জামান (সাবেক সভাপতি, BGMEA)
৯) এস এম ফজলুল হক (সাবেক সভাপতি, BGMEA)
১০) মোঃ আবুল কালাম (সিইও ও ব্যবস্থাপনা পরিচালক, চৈতি গ্রুপ)
১১) জনাব কফিল উদ্দিন (ব্যবস্থাপনা পরিচালক, রশিদ গ্রুপ ও চেয়ারম্যান, BGMEA স্ট্যান্ডিং কমিটি - সালিস)
১২) জনাব মোহাম্মদ শাহরিয়ার (সভাপতি, BGAPMEA)
১৩) জনাব কায়ুম রেজা চৌধুরী (প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, BGBA)
১৪) জনাব আনোয়ার রশিদ (সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, BGBA)
১৫) মোহাম্মদ পাবেল (সভাপতি, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ এসোসিয়েশন (BGBA))
১৬) জনাব কবীর আহমেদ (সভাপতি, BAFFA)
১৭) বিজিবিএ সকল EC সদস্য