Logo
Logo
×

অর্থনীতি

কর্মকর্তাদের তোপের মুখে পালালেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:০৩ পিএম

কর্মকর্তাদের তোপের মুখে পালালেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা

ছবি : সংগৃহীত

ব্যাংক খাতে লুটপাট, দখল, অনৈতিক সুবিধা ও নানা অনিয়মের সহযোগিতা করায় সাধারণ ব্যাংকারদের রোষানলে পড়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তারা প্রথমে আন্দোলন শুরু করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের চতুর্থ তলায় কর্মকর্তারা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিয়ে অবস্থান নেন। এখন কর্মকর্তারা ৩০ তলা ভবনের নিচে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এ সময় কার্যালয় থেকে পালিয়ে যান চারজন ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা। এরমধ্যে কর্মকর্তাদের ক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান। তিনি নির্বাহী পরিচালক ১- এর কাছে দায়িত্ব অর্পণ করে পদত্যাগ করেছেন।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম